TATA কে টেক্কা দেওয়ার পাশাপাশি মধ্যবিত্তদের কথা মাথায় রেখে ছোট ইলেকট্রিক গাড়ি আনছে Hyundai

সাম্প্রতিক কালে পেট্রোল(Petrol) ডিজেলের(Diesel) মূল্যবৃদ্ধির কারণে সমগ্র বিশ্বে বৈদ্যুতিক গাড়ির(Electric Car) জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে। সময়ের সাথে তাল মিলিয়ে ভারতের বাজারেও বৈদ্যুতিক গাড়ির বিক্রি বেড়ে চলেছে। কিন্তু পেট্রোল-ডিজেল চালিত গাড়ির তুলনায় এই গাড়ির দাম অধিক হওয়ার কারণে মানুষের ইচ্ছা থাকলেও পিছিয়ে আসছেন কেনা থেকে। তবে বৈদ্যুতিক গাড়ির দাম যাতে কমে সে দিকে নজর দিয়েছে কেন্দ্রীয় সরকার(Central Govt). বর্তমান সময়ে ভারতীয় বাজারে সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়িটি হলো টাটা নেক্সন(Tata Nexon), যার দাম শুরু হচ্ছে ১৪.৭৯ লাখ টাকা থেকে। এই পরিস্থিতিতে ভারতীয় বাজারে টাটা নেক্সনের থেকেও সব চেয়ে সস্তা ও ছোট গাড়ি আনতে চলেছে দক্ষিণ কোরিয়ার হুণ্ডায় মোটর কোম্পানী(Hyundai Motor Company).

HYUNDAI Motor Company

হুন্ডায় কোম্পানি ইতিমধ্যেই একটি ছোট বৈদ্যুতিক গাড়ি তৈরি শুরু করে দিয়েছে। মিডিয়া সূত্রে খবর, ভবিষ্যতে একাধিক মডেলের বৈদ্যুতিক গাড়ি তৈরির পরিকল্পনাও করছেন এই কোম্পানি।ভারতীয় গাড়ির বাজারে(Indian Car Market) যাতে গাড়ির দাম কম থাকে, সেজন্য ভারতের মধ্যেই গাড়ির উৎপাদন শুরু করার পরিকল্পনা নিচ্ছেন। এর সাথে সাথে গাড়ি চার্জিং পরিকাঠামো এবং সেলস নেটওয়ার্ক তৈরির দিকটিও বেশ ভালোভাবে নজর দিচ্ছেন।

উৎপাদন শুরু হলেও কবে ভারতীয় গাড়ির বাজারে এই গাড়ি আসবে সেই নিয়ে কোনো তথ্য কোম্পানির তরফ থেকে দেওয়া হয়নি। তবে ২০২৮ সালের মধ্যে ভারতে ৬ রকম মডেলের বৈদ্যুতিক গাড়ি আনার পরিকল্পনা করছেন কোম্পানি। এই প্রকল্পের জন্য ৪০,০০০ কোটি টাকা নির্ধারিত করা হয়েছে। মূলত পরিবেশ দূষণ যাতে কমে সেই দিকটি মাথায় রেখেই কোম্পানির এমন সিদ্ধান্ত। এর সাথে বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তার দিকটিও মাথায় রেখেছেন। এই মুহূর্তে ১% এরও কম বৈদ্যুতিক গাড়ি ভারতের রাস্তায় চলে।

Hyundai Electric Car

তবে কেন্দ্র সরকারের তরফে ২০৩০ সালের মধ্যে ৩০% করার পরিকল্পনা নিচ্ছেন। হুন্ডায় খুব শীঘ্রই ভারতীয় কার বাজারে আইওএনআইকিউ ৫ (Ioniq 5) মডেলটি আনতে চলেছ। মডেলটি কেআইএ ইভি৬(Kia Ev 6)-এর থেকে অনেক কম দামে বাজারে পাওয়া যাবে। ইতিমিধে বিশ্বের অন্যান্য প্রান্তে হুন্ডায় কোম্পানির আইওএনআইকিউ ৫ মডেলটি অনেক জনপ্রিয়তা পেয়েছে এবং সেরা গাড়ির শিরোপাও জিতেছে। তবে শুধু হুন্ডায় নয়, ভারতীয় বাজার সস্তায় বৈদ্যুতিক গাড়ি আনার কাজে টাটা মোটরস(Tata Motors) ও মাহিন্দ্রার(Mahendra) মতো নামী কোম্পানীগুলিও লেগে রয়েছে।