বাংলায় পাওয়া গেল বিশালাকার কুমীর মাছ, উদ্বিগ্ন এলাকাবাসী

জলকুমীর মাছ দেখার সৌভাগ্য খুব কম হয় মানুষের। তবে সেই কুমীর মাছ দেখা গেলো লেনিননগরের ঘাটে ডায়মন্ডহারবারের। তবে এই প্রজাতি কুমীর মাছকে বলা হয় থাকে অ্যালিগেটর গার। জানিয়ে দি, ছোটো মাছেদের শিকার করার জন্য এই কুমীর মাছ কুখ্যাত।

সকাল বেলা ঘাটের মধ্যে এই বিরল প্রজাতিকে দেখা যায়। এরপর ভিড় জমায় ওই এলাকার মানুষ
‘জীবন্ত জীবাশ্ম’কে দেখতে। অনেকে এই কুমিরী মাছকে ক্যামেরা বন্দীও করেছেন।

তবে ডায়মন্ডহারবারের লেনিননগর ঘাটটি এটি একটি খাল। এই খালে এই প্রকারের ‘জীবন্ত জীবাশ্ম’কে দেখা যায় না। হটাৎ এরম কুমিরী মাছকে দেখে চিন্তিত রয়েছেন এলাকাবাসী। অনেকের মতে এই খাল নদীর সঙ্গে যুক্ত। তাই হয়তো কোনো মতে চলে এসেছে।

বিজ্ঞানীরা বলেছেন যে সমস্ত ফসিল খুঁজে পাওয়া যাচ্ছে অ্যালিগেটর গারের, তাদের আনুমানিক বয়স ১০কোটি বছর। পৃথিবীতে জন্ম নেওয়া অনেক প্রাণী সময়ের সাথে সাথে বিলুপ্ত হয়ে গেছে, তবে এই প্রাণী বিবর্তনের ধারা অনুযায়ী কোনো পরিবর্তন হয়নি। তাই এই কুমিরী আকৃতি প্রাণীকে জীবাশ্ম জ্বালানি বলা হয়ে থাকে।

তবে এই অ্যালিগেটর গারের কুমীরাকৃতির মতো দেখতে হয়। এরা ছোটো ছোটো মাছ খেয়ে থাকে। এই কুমিরী মাছের আঁশ এবং দাঁত খুব শক্ত হয়। এদের দাঁতও অনেক গুলি থাকে।