মেকআপ ছাড়া কিভাবে পাবেন বলি সুন্দরীদের মত ঝকঝকে ত্বক? রইল উপায়

বলি অভিনেত্রীদের সুন্দর ত্বকের (skin) রহস্য জানতে জানতে সর্বদা আগ্রহী থাকে তাঁদের ফ্যানরা। কিভাবে তাঁরা সর্বদা উজ্জ্বল এবং সেইসঙ্গে তরুণ দেখতে লাগে, তা একটা রহস্যের মত থাকে নেটিজনদের কাছে। বয়স যাই হোক না কেন, বলিউডের অভিনেত্রীরা কিন্তু সর্বদাই রূপের দিক থেকে এগিয়ে।

তবে সবসময় তো আর তাঁদের মত চড়া মেকআপ করে থাকা যায় না। আর তা করলেও, সময়ের আগেই ত্বক বুড়িয়ে যাওয়ার কথা। তাই এমন কিছু বিউটি টিপস জেনে নিন, যা আপনি মেনে চললে পেয়ে যাবেন বলি সুন্দরীদের মত উজ্জ্বল ঝকঝকে ত্বক।

img 20230107 143728

প্রথমেই আপনাকে স্ক্রাব করে মুখ পরিষ্কার করে একটা ভাল দেখে টোনার লাগিয়ে নিতে হবে। তারপর ময়শ্চেরাইজিংয়ের জন্য হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত ফেস সিরাম ব্যবহার করে হালকা ময়েশ্চারাইজার লাগাতে হবে। এতে করে আপনার ত্বক স্বাভাবিক জেল্লাদার হবে।

img 20230107 143710

ত্বকের পরিচর্যা করতে গিয়ে যাদের খুব বেশি রুক্ষ ত্বক তাঁদের কিছুটা আলাদা যত্ন নিতে হবে। সেজন্য মশ্চারাইজারের সঙ্গে অবশ্যই দু ফোঁটা রোজ অয়েল ভালো করে মিশিয়ে মুখে মাখতে হবে।

বর্তমান সময়ে ঠান্ডার মরশুম হওয়ায় কমলালেবু বেশ ভালো পরিমাণেই পাওয়া যাচ্ছে। তাই বাজার থেকে ভালো দেখে তরতাজা কমলা লেবু এনে কমলালেবুর খোসা থেকে কমলালেবুর রস ব্যবহার করে একটি ফেসপ্যাক বানিয়ে মুখে লাগাতে পারেন। তবে যাদের ত্বকের ব্রণ এবং দাগ-ছোপের সমস্যা রয়েছে, তাঁরা এই কমলালেবুর খোসার সঙ্গে চন্দনের ফেসপ্যাকও ব্যবহার করতে পারেন।

img 20230107 143740

আবার দই-হলুদ কিংবা টমেটোর রস কিংবা লেবুর রস ব্যবহার করে হাত-পা, ঘাড়, গলার পরিচর্যা করতে পারেন। আবার চাইলে এর সঙ্গে গোলাপজলও মিশিয়ে নিতে পারেন। আর এই ঘরোয়া উপায় ব্যবহার করে পার্তক্য দেখুন হাতে নাতে।