এই স্কুলে পড়েন বলি সেলেবদের একাধিক ছেলে মেয়েরা, নীতা আম্বানির স্কুলের শিক্ষকদের বেতন জেনে চোখ উঠবে কপালে

ভারত ও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন শিল্পপতি (businessman) মুকেশ আম্বানি (Mukesh Ambani)। শুধু তাই নয় মুকেশ আম্বানির (Mukesh Ambani) নাম গোটা পৃথিবীর ১০ জন সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ৭ নম্বরে রয়েছে। বলা যেতে পারে মুকেশ আম্বানি এই পৃথিবীর ধনী ও বিখ্যাত শিল্পপতিদের (Business man)মধ্যে অন্যতম। এছাড়া জানিয়ে দি মুকেশ আম্বানি ও তার পরিবার প্রায় তাদের ব্যবসা, ব্যক্তিগত জীবন ও বিশেষ করে লাক্সারি জীবনযাপনের জন্য আলোচনার বিষয় হয়ে থাকে। বলা যেতে পারে পৃথিবীতে এমন কোনো লাক্সারি বস্তু নেই যেটা আম্বানি পরিবারের কাছে নেই। সবচেয়ে দামি বাড়ি থেকে শুরু করে সবচেয়ে দামি গাড়ি পর্যন্ত সবকিছুই রয়েছে আম্বানি পরিবারের কাছে।

Mukesh Ambani and Nita Ambani

তবে শিল্পপতি মুকেশ আম্বানির থেকেও যে আম্বানির পরিবারের যে সদস্য আলোচনার বিষয় হয়ে থাকেন তিনি হচ্ছেন মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি (Nita Ambani)। নিতা আম্বানি তার সামাজিক কাজকর্ম ও ব্যবসা বাদে যেই কারণে বেশিভাগ সময় আলোচনার বিষয় হয়ে থাকেন তার অতিরিক্ত বেশি লাক্সারি লাইফ স্টাইলের জন্য। জানিয়ে দি আম্বানি গ্রুপ টেলিকম ব্যবসায় জিও (Jio)-র সাফল্যের পর শিল্পপতি মুকেশ আম্বানি (Mukesh Ambani)-র রিলায়েন্স ইন্ডাস্ট্রি‌য়াল গ্ৰুপ (Reliance Industrial Group) দেশের বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করে।

আইপিএল (IPL)-এর ক্রিকেট টিম থেকে শুরু করে ৫জি টেকনোলজি, এই সব ক্ষেত্রে অনেক টাকা বিনিয়োগ করেছে মুকেশ আম্বানির সংস্থা। তবে অনেকেই হয়তো জানেনা যে আম্বানি পরিবার শিক্ষাক্ষেত্রেও বিনিয়োগ করেছে। সবাই হয়তো জানেন যে আম্বানিদের একটি স্কুল রয়েছে যার নাম ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল (Dhirubhai Ambani international school)। এই স্কুলে বিভিন্ন ধনী ব্যক্তিদের সন্তানরা পড়াশুনা করে থাকে। যেমন বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের সন্তান, কিছু ক্রিকেটারদের সন্তান ও আরো অনেক নামিদামি সেলিব্রিটিদের সন্তানরা পরে এখানে।

Dhirubhai Ambani international school

২০০৩ সালে মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি (Nita Ambani) এই স্কুলের প্রতিষ্ঠা করেছিলেন। এই স্কুলে সব রকমের সুযোগ-সুবিধা রয়েছে। যেমন-ছাত্র-ছাত্রীদের শীত-তাপ নিয়ন্ত্রিত ৬০টি শ্রেণীকক্ষ রয়েছে, ইন্টারনেট ব্যবস্থা রয়েছে, পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন ধরনের নাচ,গান ও নাটক জাতীয় ক্রিয়াকলাপের সঙ্গেও যুক্ত রাখা হয় ছাত্র-ছাত্রীদের ইত্যাদি। তবে শুধু যে ছাত্র-ছাত্রীদের জন্য সমস্ত সুযোগ-সুবিধা রয়েছে তা কিন্তু নয়। এখানে কাজ করা কর্মচারী ও শিক্ষক-শিক্ষিকারা মোটা টাকা বেতন পান (Teachers get good amount of salary)। বিশেষ করে শিক্ষক-শিক্ষিকাদের কথা যদি বলা হয় তবে তারা বছরে প্রায় ৩ লক্ষ থেকে ১৬.৯ লক্ষ টাকা পর্যন্ত বেতন পান। এই স্কুলে শিক্ষক হিসেবে নিযুক্ত ‌রয়েছেন স্কুলের প্রতিষ্ঠাতা নীতা আম্বানির বোন মমতা দালাল। তবে এই স্কুলে পড়াশোনা করানোর জন্য অনেক টাকাই খরচ করতে হয় অভিভাবকদের। একটি রিপোর্ট থেকে জন্য গেছে যে এখানে ICSE-বোর্ডের অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ১৫’৪০০ টাকা মাসিক ফিস দিতে হয়। অন্যদিকে IGCSE-বোর্ডের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে বার্ষিক ৫.৯ লক্ষ টাকা ফিস জমা করতে হয়। জানিয়ে দি মুকেশ আম্বানির সন্তানরাও এই স্কুলেই পড়াশোনা করেছে।