কতোটা শিক্ষিত ভাট পরিবারের সদস্যরা? মহেশ ভাট থেকে আলিয়া- জেনে নিন তাঁদের শিক্ষার দৌড়

সদ্য মাতৃত্বের স্বাদ অনুভব করছেন বলি অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। সেইসঙ্গে একই খুশির হাওয়া বইছে কাপুর পরিবারেও।  প্রথমবার বাবা মা হওয়ার আনন্দ অনুভব করছেন বলি অভিনেত্রী আলিয়া ভাট এবং অভিনেতা রণবীর কাপুর। বলিউডের এই জনপ্রিয় জুটি বর্তমানে তাঁদের খুদে কন্যাকে নিয়েই ব্যস্ত রয়েছেন।

বচ্চন এবং কাপুর পরিবারে মতই, বিটাউনে একনামে পরিচিত ভাট পরিবারও। পরিচালক মহেশ ভাট এবং তাঁর দুই সুযোগ্যা কন্যা পুজা ভাট (Puja Bhatt) ও আলিয়াকে (Alia Bhatt) বিনোদন দুনিয়ার বিখ্যাত দুই নাম। তবে আজ জেনে নিন, এই ভাট পরিবারের সদস্যরা অভিনয়ের পাশপাশি তাঁদের পড়াশুনাকে ঠিক কতোটা এগিয়ে নিয়ে যেতে পেরেছেন।

img 20221120 145507

মাটুঙ্গার ডন বসকো হাই স্কুল থেকে পাশ করেই পড়াশুনার পাঠ শেষ করেন পরিচালক মহেশ ভাট (mahesh bhatt)। এরপর কেরিয়ারের শুরুতে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে কাজ করে, আজকের দিনে তিনি বলিউডের একজন বিখ্যাত পরিচালক হিসাবে সুখ্যাতি অর্জন করেছেন।

img 20221120 145527

মহেশ ভাটের প্রথম পক্ষের কন্যা পুজা ভাট (Puja Bhatt) মুম্বাইয়ের এ এফ পেটিট হাই স্কুলে পড়াশোনা শুরু করলেও, বলিউডে নিজের কেরিয়ার তৈরি করার জন্য স্কুলের গন্ডি পার হওয়ার আগেই, স্কুলকে বিদায় জানিয়ে নাম লেখান বিনোদন দুনিয়ায়।

img 20221120 145541

মুম্বাইয়ের একটি স্থানীয় স্কুল থেকে পড়াশোনা যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম থেকে এডিটিং এবং ফিল্ম মেকিংয়ের উপর পড়াশোনা করলেও অভিনয়কে নিজের পেশা হিসাবে বেছে নেনেনি মহেশ ভাট এবং তার দ্বিতীয় স্ত্রী সোনি রাজদানের বড় মেয়ে হলেন শাহীন ভাট। অন্যদিকে ছেলে রাহুলও মুম্বাইয়ের একটি কলেজে ভর্তি হয়ে ইউনাইটেড স্টেটসের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন পুষ্টিবিদ্যার উপর উচ্চশিক্ষার পড়াশোনার জন্য।

img 20221120 145618

মহেশ ভাটের ছোট মেয়ে অর্থাৎ বলি অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt) মুম্বাইয়ের জামনাবাই নার্সি স্কুলে ভর্তি হলেও, উচ্চমাধ্যমিকের গন্ডি পেরনোর আগেই স্কুলকে বিদায় জানিয়ে মন দেন অভিনয় কেরিয়ারে।