৪০০ কিমি উপরে মহাকাশ থেকে ভারতকে দেখতে কেমন? দেখুন স্পেস স্টেশন থেকে ভাইরাল হওয়া ভিডিও

মহাকাশচারীদের দ্বিতীয় বাড়ি বলে অভিহিত করা হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে (international space station)। পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 400 কিলোমিটার উপরে উড়ন্ত এই স্টেশনটি অনেক দেশের একটি যৌথ প্রকল্প। সেই তালিকায় রাশিয়া ও আমেরিকাও বিদ্যমান। বিজ্ঞানীদের একটি দল প্রায় সর্বক্ষণই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থেকে আইএসএসকে সুচারুভাবে পরিচালিত করে মিশনগুলি সম্পাদন করে।

জানিয়ায়ে রাখি, প্রতি সেকেন্ডে প্রায় 7.6 কিলোমিটার বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করে এই মহাকাশ স্টেশন। আর এই প্রদক্ষিণকালে বিভিন্ন দেশের উপর দিয়ে উড়ে যায় এই মহাকাশ স্টেশন। সম্প্রতি এই মহাকাশ স্টেশন বিশ্বের বিভিন্ন দেশের উপর দিয়ে উড়ে যাওয়ারে সময় ভারতের (india) উপর দিয়ে উড়ে যায়। বর্তমান সময়ে নেটদুনিয়ায় ব্যাপকহারে ভাইরাল হয় সেই দৃশ্যের ভিডিও।

আমেরিকান স্পেস এজেন্সির শেয়ার করা এই ভিডিওতে দেখা যায়, এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি মুম্বাই এবং ব্যাঙ্গালোরের উপর দিয়ে ভ্রমণ করেছে। আবার পাকিস্তানের সীমান্ত ঘেঁষে উত্তর-পশ্চিম উপকূল দিয়ে ভারতের আকাশে প্রবেশ করার পরিস্কার ভিডিও দেখতে পাওয়া গিয়েছে।

আইএসএস-এর এই দৃশ্য বন্দী হওয়ার সময় দেখা যায়, ভারতের সাতারা, সাংলি এবং পুনে সহ বেশ কয়েকটি শহর সহ মহারাষ্ট্রের অনেক এলাকা দিয়ে গিয়েছে এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি। ২২ শে ডিসেম্বরের আবহাওয়া পরিষ্কার থাকায় এই ভিডিওতে ক্যামেরায় ভারতীয় উপমহাদেশ বেশ ভালোভাবে দেখা গিয়েছে।

এবিষয়ে ISS Above-এর ট্যুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, ভারতের উপরে আকাশ পরিষ্কার রয়েছে। মুম্বাই, ব্যাঙ্গালোর এবং অনেক শহর পেরিয়ে এই মহাকাশ স্টেশনপাকিস্তানের মধ্য দিয়ে যাচ্ছে। সেইসঙ্গে এই মহাকাশ স্টেশনটি যেসকল শহরের উপর দিয়ে গিয়েছে, তার একটি মানচিত্রও প্রকাশ করেছে মার্কিন গবেষণা সংস্থা নাসা।