মাত্র ২৩ বছর বয়সে কোটি টাকার সম্পত্তির মালিক ইন্ডিয়ান ক্রিকেটার ঋষভ পন্থ, জানুন সম্পত্তি সহ তার ম্যাচ ফি

টিম ইন্ডিয়ার প্রতিভাবান ক্রিকেটার হিসেবে পরিচিত ঋষভ পন্ত। তিনি খুবই কম বয়সে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব পেয়েছেন। এই ক্রিকেটারের প্রতিভা হলো, তিনি লম্বা ছক্কা মারতে পারেন দুহাতের জায়গায় এক হাত দিয়ে। টিম ইন্ডিয়ার উইকেট রক্ষক বলা হয়ে থাকে তাঁকে। রিপোর্টার মুতাবিক শোনা যায়, ঋষভ পন্থ ব্যাপক সম্পত্তির মালিক মাত্র ২৩ বছর বয়সে।

ঋষভ পন্থ জন্ম গ্রহণ করেন ১৯৯৭ সালের ৪ অক্টোবর। এখন তাঁর বয়স ২৩ বছর। তাঁর বাবার স্বপ্ন ছিল, ঋষভ একদিন বড় হয়ে ভারতের ক্রিকেট দলের হয়ে খেলবেন। তিনি তাঁর বাবা স্বপ্ন সত্যি করলেও তাঁর বাবা এটা দেখে যেতে পারলেন না, তাঁর ছেলে এতো কম বয়সে ভারতের ক্রিকেট দলে জায়গা করে নিয়েছেন। ঋষভ এখন তাঁর মা সরোজ পন্থ এবং তাঁর বোন সাক্ষীর সঙ্গে থাকেন।

ঋষভ পন্থ বিসিসিআই এর বার্ষিক খেলোয়াড়দের A গ্রেড ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন। তিনি আজ দিল্লির ক্যাপিটালসের অধিনায়কও। তিনি প্রতিটি খেলার জন্য ৪ কোটি টাকা করে পান। তাঁর এখন মোট সম্পত্তির পরিমাণ ৫ মিলিয়ন ডলারের মতো। তাঁর বার্ষিক আয় ১০ কোটি টাকা পর্যন্ত।

 

সম্প্রতি তাঁর বাড়ি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। তাঁর বাড়িটি খুবই বিলাসবহুল। তিনি বাড়িতে বড় বড় রুম আছে। সেই রুম গুলোর নকশা খুবই আধুনিক। দেওয়ালে আঁকা ছবিও রয়েছে। তাঁর দামি গাড়ি গুলোর মধ্যে একটি হলো মার্সিডিজ , যার ভারতীয় মূল্য ২ কোটি টাকা। আরো একটি গাড়ি হলো অডি এ৮ , যার মূল্য আনুমানিক ১.৮০ কোটি টাকা এবং ফোর্ড গাড়িটির মূল্য হলো ৯৫ লাখ টাকার।