গাছ কাটা নিষেধ, তাই বৃক্ষকেই ৪ তল বাড়ি বানিয়ে ফেললেন ব্যাক্তি

একটি গাছ একটি প্রাণ। এই বাক্যটি ছোটবেলা থেকেই শেখানো হয়ে থাকে। তবে বাস্তবিক চিত্তটি সম্পূর্ণ আলাদা। মানুষ নিজেদের শখ মেটানোর জন্য একটার পর একটা গাছ কেটেই চলেছে। কেউ কাটছে বহুতল বাড়ি নির্মাণের জন্য, কেউবা কাটছে বড় বড় কারখানার বানানোর উদ্দেশ্য। তবে আজ এমন একটি ব্যক্তির কথা আপনারা জানবেন। তিনি নিজের বাড়িটি ৮৭ বছরের পুরনো আম গাছের উপর বানিয়েছেন। আসুন আজ বিস্তারিত জেনে নিন।

তিনি হলেন কেপি সিংহ। তিনি রাজস্থানের হ্রদের শহর উদয়পুরের বাসিন্দা। তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার। তিনি তাঁর বাড়িটি একটি আম গাছের উপর বানিয়েছেন। তাঁর এই বাড়িটি ‘ট্রি হাউস’ নামেও পরিচিত। বাড়িটি চারতলা। গত ২০ বছর ধরে বাড়িটি এই ভাবে গাছের উপর দাঁড়িয়ে আছেন।

তিনি তাঁর বাড়ির ডিজাইন সম্পূর্ণ নিজের হাতে বানিয়েছেন। তিনি গাছের ডালগুলোকে সুন্দর ভাবে ব্যবহার করেছেন। গাছের একটি শাখা টিভির স্ট্যান্ড তৈরি করেছে। আরেকটি শাখা দিয়ে সোফা বানিয়েছেন। অন্য একটি শাখা দিয়ে টেবিল স্থাপন করেছেন। ঘরের ভেতরে আমের বেশির ভাগ ডালগুলোই রয়েছে।

তাছাড়াও এই বাড়িতে বাথরুম, বেডরুম, রান্নাঘর এবং ডাইনিং হল রয়েছে। বাড়িতে সিঁড়িগুলো রিমোর্টএর মাধ্যমে চালানো হয়ে থাকে। বাড়িটি সিমেন্ট দিয়ে বানানো হয়নি। বাড়িটি তৈরি করা হয়েছে সেলুলার , স্টিল স্ট্রাকচার এবং ফাইবার সিট দিয়ে তৈরি করা হয়েছে। বাড়িটির উচ্চতা ৪০ ফুট। বাড়ির মাটি ৯ ফুট থেকে শুরু হয়েছে। বাড়িটি ২০০০ সালে বানানো হয়েছে। বেশিরভাগ পর্যটকই বাড়িটি দেখার জন্য এই স্থানে এসে থাকেন।