মাছিরাও হয়েছে উঠছে সমকামী, গবেষণায় উঠে এলো এর কারণ

মাছিরাও হয়েছে উঠছে সমকামী

আধুনিক সভ্যতায় সমকামিতা (Homosexuality) একটি পরিচিত শব্দ হয়ে দাঁড়িয়েছে। যেখানে একই লিঙ্গের মধ্যে বিবাহ থেকে শুরু করে যৌন আচরণ বৃদ্ধি পাচ্ছে। এ দেশেও সমকামিতা দেখা যাচ্ছে। যেখানে এক পুরুষ অন্য পুরুষকে বিবাহ করছে। বর্তমানে বেশিরভাগ দেশেই এই সমকামিতাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে শুধু মানুষের মধ্যে নয়। এই সমকামিতা দেখা যাচ্ছে মৌমাছিদের (Bees) মধ্যেও। কি অবাক হচ্ছেন! চলুন বিস্তারিত জেনে নিন।

Fly

বৰ্তমানে মানুষের পূর্ন স্বাধীনতা রয়েছে। যেখানে আপনি আপনার পছন্দ মতো মানুষের সঙ্গে থাকতে পারেন। এমনকি বিবাহ না করে লিভ ইন সম্পর্কেও থাকতে পারেন। তবে মৌমাছিদের মধ্যে এমনটা সহজে চোখে পড়ে না। মানুষ বিষয়টা বুঝতে পারলো, মৌমাছি এ বিষয়ে কোনো ধারণা থাকে না। মাছি নিয়ে সম্প্রতি এক গবেষণায় এমনই এক তথ্য উঠে এসেছে।

সম্প্রতি জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইকোলজির (Max Planck For Chemical Ecology) কয়েকজন গবেষক মিলে মাছি নিয়ে গবেষণা করেছেন। তাঁরা এ বিষয়ে একটি গবেষণা পত্র ও প্রকাশ করেন। যেখানে বলা হচ্ছে, পুরুষ ও মহিলা মৌমাছি একে অপরের মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছে না। ফলে তারা একই লিঙ্গের সঙ্গে কামে লিপ্ত হচ্ছে। যেমন ধরুন স্ত্রী মৌমাছি স্ত্রী মৌমাছির সঙ্গে সঙ্গম করছে। পুরুষ মৌমাছি সঙ্গমের জন্য পুরুষ মৌমাছিকে বেছে নিচ্ছে।

Img

তবে মাছিদের মধ্যে সমকামিতা বাড়ার জন্য দায়ী প্রধানত মানুষই। এই গবেষণায় বলা হয়েছে, মানুষের কারণে যে দূষণ সৃষ্টি হচ্ছে তাতেই মাছিদের মধ্যে আচরণের পরিবর্তন হচ্ছে। আসলে অতিরিক্ত দূষণের কারণে মাছিদের মধ্যে ফেরোমোন হরমোনের অভাব দেখা দিচ্ছে। প্রায় ৩ শতাংশ পুরুষ মৌমাছি সমকামে লিপ্ত হচ্ছে। ফেরোমোন হরমোন (Feromon Hormonu) যথা যত নিঃসৃত না হওয়ার কারণে এমন সমস্যা দেখা দিচ্ছে।

Fly