১৮-র গন্ডি পেরোতে এখনও অনেক বাকি, তাঁর আগেই হাতে ওয়াইন গ্লাস! পটলকে ধুয়ে দিলেন নেটিজনরা

মনে আছে সেই ‘পটলকুমার গানওয়ালাকে’? ছোট্ট মেয়েটা গান গেয়ে গেয়ে তাঁর বাবাকে খুঁজত। এমনকি এই গানের মধ্যে দিয়েই অনেক ঝড় ঝাপটা পেরিয় সে তাঁর বাবাকে খুঁজেও পেয়েছিল। সেইসময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল এই ধারাবাহিক।
তবে এখন কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে সেই পর্দার পটল, অর্থাৎ বাস্তবের হিয়া দে (hiya dey)। উইকিপিডিয়া দেখে জানা গিয়েছে, আগামী নভেম্বরে তাঁর বয়স হবে ১৫ বছর। আর এর মধ্যেই একাধিক সমালোচনার বানে জর্জরিত হলেন অভিনেত্রী হিয়া দে। তবে এটাই প্রথমবার নয়, আর আগেও হিয়া দে’কে নিয়ে বহু সমালোচনার ঝড় উঠেছিল নেটদুনিয়ায়।
কখনও তাঁর পোশাক, আবার কখনও তাঁর শরীর, এসবের পর এবার তাঁর এক ছবি নিয়ে তোলপাড় হল স্যোশাল মিডিয়া। সম্প্রতি নেটদুনিয়ায় একটি ছবি পোস্ট করেন হিয়া দে। সেখানে তাঁকে লিটল ব্ল্যাক ড্রেসে দেখা গিয়েছিল। সেই সঙ্গে গালে হালকা ব্লাশ এবং পরিপাটি করে চুল বাধা ছিল তাঁর। তবে এই অবধি সবকিছু ঠিক থাকলেও, সমস্যা দেখা দেয়, তাঁর হাতে থাকা ওয়াইন গ্লাসটা নিয়ে।
ছবিতে হিয়ার হাতে একটা ওয়াইন গ্লাস এবং তাতে পানীয় থাকতে দেখা যায়। আর সেই ছবি দেখেই যত নোংরা নোংরা মন্তব্য করতে থাকেন নেটিজনরা। ছবির ক্যাপশনে হিয়া লেখেন, ‘তোমাকে আমি হিংসে করছি? এই ভুল ভাবনা মন থেকে দূর কর’। এমন ক্যাপশন এবং হিয়ার হাতে থাকা গ্লাস দেখেই, নেটিজনরা লেখেন, ‘এই বয়স থেকেই মদ খেতে শুরু করেছ?’ এতো অবন্নতি তোমার?’
একদিকে যখন হিয়ার এই ছবি নিয়ে তোলপাড় চলছে সামাজিক মাধ্যমে, তখন কেউ কেউ ভালো করে ছবিটি দেখতেই বুঝতে পারলেন এটি আসলে মদ নয়। হিয়া যে জায়গায় বসে ছবিটি তুলেছেন, সেটি গড়িয়াহাটের হিন্দুস্থান পার্কের কোন একটি কফি শপ। যেখানে মদের ছিটেফোঁটাও পাওয়া যায় না। তবে এই কফি শপের ক্র্যানবেরি কফি পরিবেশন করা হয় ওয়াইন গ্লাসে করে। হিয়া সেই ছবি তুলে পোস্ট করতেই আবারও ‘পটলকুমার’র চরিত্র নিয়ে কাটাছেড়া শুরু করে নেটদুনিয়ার নাগরিকরা।