অনুপম খেরের ষড়যন্ত্রে এই বাঙালি অভিনেত্রী পায়নি জাতীয় পুরস্কার! ভুলে গেছে অভিনয় জগতের সদস্যরাও

একটা সিনেমা বা ধারাবাহিকের খলনায়ক বা খলনায়িকার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো খলনায়ক বা খলনায়িকা সম্পূর্ণ ফুটিয়ে তোলে যে কোনো ধারাবাহিক। আসুন আজ একজন প্রতিভাবান খলনায়িকার কথা জেনে নিন, যিনি এক সময় নিজের প্রতিভার জোরে টলিউডের চলচ্চিত্র এবং ছোটো পর্দার ধারাবাহিক হিসেবে নিজের নাম উজ্জ্বল করেছিলেন।

নাম, শ্রীমতি রীতা কয়রাল, জন্মগ্রহন করেছিলেন কলকাতায়, ১৯৫৯ সালে। রীতা কয়রাল পেশার প্ৰথম জীবন শুরু করেছিলেন সংবাদ পরিবেশনের মাধ্যমে। দুরদর্শন চ্যানেলের মধ্য দিয়ে শুরু হয়েছিল তার কর্মজীবন। এরপর অভিনয় জগতে তাঁর পা পড়ে।

শ্রীমতি রীতা কয়রাল ‘জননী’ ধারাবাহিকে অভিনয় করে বিপুল সারা ফেলে দিয়েছিলো দর্শকদের মধ্যে।
‘জননী’ ধারাবাহিকটি বিখ্যাত পরিচালক বিষ্ণু পাল চৌধুরী পরিচালিত হয়েছিল। তিনি বড় বড় পরিচালকের সঙ্গে কাজও করেছিলেন যেমন- ঋতুপর্ণ ঘোষ, অপর্না সেন, অঞ্জন দত্ত ইত্যাদি।

তিনি একজন খুব ভালো নৃত্যশিল্পী ছিলেন। তিনি একের পর এক সিনেমায় অভিনয় করেছিলেন। কখনো মায়ের ভূমিকায় বা কখনো খলনায়িকার অভিনয়ও করেছিলেন। ছোটো পর্দায়ও তিনি অনেকগুলো ধারাবাহিকের অভিনয়ও করেছিলেন। তাঁর ১৮থেকে ২০পাতা স্ক্রিপ্ট একেবারে মুখস্ত করে ফেলার দক্ষতা ছিলো, এইজন্য তাঁকে লেডি বিবেকানন্দ বলা হতো।

অভিনেত্রী রীতা দুবার বিবাহ বন্ধনে আবহ হয়ে ছিলেন। প্ৰথমবার বিবাহ করেছিলেন অভিনেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের সাথে। কিন্তু বিয়ের কিছুদিন পর তাঁর স্বামী মারা যায়। এরপর রীতা দ্বিতীয় বিবাহে আবদ্ধ হয়েছিলেন। শ্রীমতি রীতা কয়রালের নাচের স্কুলও ছিল। তবে এই প্রতিভাবান অভিনেত্রী যোগ্য সম্মান কোনোদিন পাননি।

‘বাড়িওয়ালা’ ছবিতে কিরণ খেরের গলায় ডাবিং করেছিলেন এবং এই ছবিটির জন্য জাতীয় পুরস্কারের সম্মানিত হয়েছিলেন তিনি। বলা হয় প্রযোজক অনুপম খেরের ষড়যন্ত্র এর জন্য রীতা কয়রালের জাতীয় পুরুস্কারটি আটকে গেছিলো। তবে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে যান তিনি। ২০১৭ সালে তিনি দেহত্যাগ করেন। তবে শ্রীমতি রীতা কয়রালের প্রতিভা এবং দক্ষতা সত্যি অনস্বীকার্য যার চর্চা আজও টলি পাড়ায় কান পাতলেই শোনা যায়।