শিক্ষাগত যোগ্যতার দিক থেকে একাধিক বলি তারকাকে পিছনে ফেলবেন পলক তিওয়ারি থেকে জান্নাত জুবায়ের, জানুন আপনার প্রিয় তরুণ সেলিব্রিটিরা কতটা শিক্ষিত

হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রি (Hindi television industry) হচ্ছে এমন একটি ইন্ডাস্ট্রি যেখানে প্রোগ্রাম ও অভিনেতা-অভিনেত্রীরা (Actor-actress) দর্শকদের মাঝে বেশ জনপ্রিয়। হিন্দি টেলিভিসিন ইন্ডাস্ট্রির সিরিয়াল হোক কিংবা কোনো রিয়্যালিটি শো বা অন্য কোনো প্রোগ্রাম প্রতিটি শো দর্শক দ্বারা খুব পছন্দ করা হয়। ভারতের মানুষরা প্রতিদিন নিয়ম করে এই হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির এই শো গুলি দেখে থাকে। এই ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীরা (Actor-Actress) নিজেদের অভিনয় ও সৌন্দর্য্য বা লুকের কারণে জনগণের মধ্যে এতটাই পপুলার হয়ে ওঠে যে ভক্তরা এই অভিনেতা-অভিনেত্রীদের বিষয় সবরকম তথ্য জানতে চায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অভিনেতা-অভিনেত্রীরা অনেক ছোট বয়সে অভিনয় জগতের মধ্যে জড়িয়ে পড়ে বলে সেরকম উচ্চ শিক্ষিত (High educated) হতে পারেনা। কিন্তু আজ আমরা আমাদের আর্টিকেলে কিছু এমন অভিনেত্রীদের বিষয় কথা বলবো যারা অনেক বেশি উচ্চ শিক্ষিত (High educated)। আসুন জেনেনি।

১) পলক তিওয়ারি: টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি এবং রাজা চৌধুরীর কন্যা পলক তিওয়ারি, 8 অক্টোবর 2000 সালে জন্মগ্রহণ করেন। পলক তার তরুণ বয়স থেকেই তার হট ফটোশুট এবং হিট গানের মাধ্যমে শিরোনাম হয়েছেন। তবে খুব কম লোকই জানেন যে তিনি মুম্বাইতে (মহারাষ্ট্র) পড়াশোনা শেষ করেছেন। স্কুলে পড়ার পর, তিনি মুম্বাইয়ের ‘মিথিবাই কলেজ’ থেকে মনোবিজ্ঞানে স্নাতক করেন।

Palak Tiwari

২) অশনুর কৌর: তরুণ অভিনেত্রী অশনুর কৌর ‘ঝাঁসি কি রানি’, ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’, ‘পাতিয়ালা বেবস’ এবং আরও অনেক কিছুতে অভিনয়ের শক্তিতে খ্যাতি অর্জন করেছেন। তবে, খুব কম লোকই জানে যে আশনুর এখনও পড়াশোনা করছে। তিনি মুম্বাইয়ের অন্যতম শীর্ষ কলেজ থেকে ‘BMMC’ (মাল্টিমিডিয়া এবং গণযোগাযোগে ব্যাচেলর অফ আর্টস) এর দ্বিতীয় বর্ষে রয়েছেন।

Anushka kaur

 

৩) অনুষ্কা সেন: টেলিভিশন অভিনেত্রী আনুশকা সেন ‘বালবীর’, ‘দেভন কে দেব মহাদেব’ এবং আরও অনেকের মতো শোতে অভিনয় করে অল্প বয়সে জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি স্টান্ট ভিত্তিক রিয়েলিটি শো ‘খতরন কে খিলাড়ি সিজন ১১’ দিয়ে মানুষের মন জয় করেছিলেন। আনুশকা সেন মুম্বাইয়ের ‘কলেজ অফ সায়েন্স অ্যান্ড কমার্স’ থেকে ফিল্মগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন।

Anushka Sen

৪) জান্নাত জুবায়ের রহমানি: ইনি চাইল্ড আর্টিস্ট হিসাবে সিরিয়াল ‘কাশি’-এর দ্বারা হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে (Hindi television Industry) এন্ট্রি নিয়েছিলেন। এরপর বিভিন্ন সিরিয়াল, রিয়ালিটি শো ও সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে মাত্র ২০” বছর বয়সে বর্তমানের জনপ্রিয় অভিনেত্রী হিসেবে পরিণতি পেয়েছেন। এনার শিক্ষাগত যোগ্যতার কথা যদি বলা হয় তবে ইনি মুম্বাই থেকে তার স্কুলিং শেষ করেছেন ও এখন নিজের অভিনয়ের দিকে মন দিয়েছেন।

Jannat zubair Rahenani

৫) অবনীত কৌর: মাত্র আট বছর বয়সে কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী অবনীত কৌর। তাকে প্রথম ‘ডিআইডি লিটল মাস্টার্স’-এ প্রতিযোগী হিসেবে দেখা যায়। পরে তিনি ‘লাইফ ওকে’ শো ‘মেরি মা’ দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। তিনি ডান্স রিয়েলিটি শো ‘ঝলক দিখলা জা’-তেও অংশ নিয়েছিলেন। অবনীত কৌর মুম্বাইয়ের একটি বেসরকারি কলেজ থেকে বিজনেস নিয়ে পড়াশোনা করছেন।

Avneet kaur

৬) হেলি শাহ: আরেক তরুণ টেলিভিশন অভিনেত্রী হেলি শাহ ২০১০ সালে ‘জিন্দেগি কা হার রং’ সিরিয়ালের মাধ্যমে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিয়েছিলেন। এই সিরিয়ালটি থেকে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন হেলি। এরপর একেরপর এক সিরিয়াল, রিয়ালিটি শো ইত্যাদি করে আজ তিনি হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির টপ জনপ্রিয় ও হাইপেড অভিনেত্রীতে পরিণত হয়েছেন। এমনকি ২০২২ সাল অর্থাৎ চলতি বছরে তিনি ফিল্ম ‘কান’-এ তার ডেবিউ পর্যন্ত করেছেন। হেলি শাহ ‘এমকে’ থেকে তার স্কুলিং করেছেন। আহমেদাবাদ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তিনি ‘গুজরাট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি’ আহমেদাবাদ থেকে বিজ্ঞানে স্নাতক করেছেন।

Heli sah