প্রথম দশে জায়গা করে নিল পৃথ্বীরাজ, ঠাই হল না মিঠাই’র! রইল সিরিয়ালের সাপ্তাহিক টিআরপির তালিকা

সারা সপ্তাহ ধারাবাহিক (serial) দেখার পর ধারাবাহিকপ্রেমী মানুষজন সাপ্তাহিক টিআরপির (trp) দিকে তাকিয়ে থাকে। নিজের পছন্দের ধারাবাহিক ঠিক কোন স্থানে রয়েছে, তা দেখার জন্য অপেক্ষা করে থাকে দর্শকরা। সেইসঙ্গে দেখে নেন, ধারাবাহিকভাবে প্রথম স্থানে থাকা ধারাবাহিক কি ধরে রাখতে পারল নিজের স্থান?

আসুন দেখে নেওয়া যাক, এই সপ্তাহের সাপ্তাহিক টিআরপি রেটিং-

প্রথম- জগদ্ধাত্রী- ৮.৩- জি বাংলা।

দ্বিতীয়- অনুরাগের ছোঁয়া- ৭.৮- স্টার জলসা।

তৃতীয়- গৌরী এলো- ৭.৪ – জি বাংলা।

img 20230506 221725

চতুর্থ- নিম ফুলের মধু- ৭.২- জি বাংলা।

পঞ্চম – রাঙা বউ- ৬.১- জি বাংলা।

 

ষষ্ঠ- মেয়েবেলা- ৫.৮- স্টার জলসা।

ষষ্ঠ- কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ- ৫.৮- স্টার জলসা।

সপ্তম- বাংলা মিডিয়াম- ৫.৭- স্টার জলসা।

img 20230506 222018

অষ্টম- গাঁটছড়া- ৫.৫- স্টার জলসা।

অষ্টম- পঞ্চমী- ৫.৫- স্টার জলসা।

নবম- খেলনা বাড়ি- ৫.৪- জি বাংলা।

দশম- এক্কা দোক্কা- ৫.১- স্টার জলসা।

এই তালিকা দেখে বোঝা যাচ্ছে, এই সপ্তাহে প্রথম স্থানে রয়েছে জি বাংলার ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’, পেয়েছে ৮.৩ নম্বর। ৭.৮ নম্বর পেয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে চলে গিয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। একের পর এক নতুন চমক দেখিয়ে ৭.২ নম্বর পেয়ে তালিকার চতুর্থ স্থনে রয়েছে জি বাংলার ধারাবাহিক ‘নিম ফুলের মধু’।

img 20230506 221714

খুব বেশিদিন শুরু না হলেও, ৫.৮ নম্বর পেয়ে তালিকার ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। তবে এই সপ্তাহে টিআরপির তালিকা থেকে হারিয়ে গিয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’।