সেরা দশ থেকে ছিটকে গেল ‘মিঠাই’, নম্বর কমল প্রথম স্থানে থাকা ধারাবাহিকেরও! রইল সাপ্তাহিক টিআরপি তালিকা

ধারাবাহিক প্রেমী মানুষদের কাছে বৃহস্পতিবার দিনটা বিশেষ এক দিন। কারণ সারা সপ্তাহ অপেক্ষার পর বৃহস্পতিবারেই প্রকাশিত হয় সাপ্তাহিক টিআরপি (trp)। অর্থাৎ, সারা সপ্তাহ ধারাবাহিক (serial) দেখার পর রেটিং-র বিচারে দেখা যায় কোন ধারাবাহিক ঠিক কত পয়েন্ট পেয়ে কোন স্থানে রয়েছে।

সেরকমই এই সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশিত হল এই চলতি সপ্তাহের ধারাবাহিকের টিআরপি। আর এই তালিকায় দেখা গেল বেশকিছু বড়সড় বদল। যার ফলে কিছু দর্শক যেমন মহানন্দে আত্মহারা হলেন, তেমনই কিছু দর্শক আবার প্রহর গুনতে শুরু করলেন, কম নম্বরের কারণে তাঁর প্রিয় ধারাবাহিক আর ঠিক কতদিন দেখতে পারবেন।

img 20230203 112522

প্রথম- অনুরাগের ছোঁয়া- ৮.৮- স্টার জলসা।

দ্বিতীয়- জগদ্ধাত্রী- ৮.৬- জি বাংলা।

তৃতীয়- গৌরী এলো- ৮.০- জি বাংলা।

চতুর্থ- নিম ফুলের মধু- ৭.৮- জি বাংলা।

পঞ্চম- খেলনা বাড়ি-৭.৫- জি বাংলা।

ষষ্ঠ- পঞ্চমী- ৭.১- স্টার জলসা।

ষষ্ঠ- বাংলা মিডিয়াম- ৭.১- স্টার জলসা।

img 20230203 112505

সপ্তম- রাঙা বউ- ৬.৯- জি বাংলা।

অষ্টম- এক্কা দোক্কা – ৬.৮- স্টার জলসা।

নবম- মেয়েবেলা- ৬.৩- স্টার জলসা।

দশম- গাঁটছড়া- ৬.২- স্টার জলসা।

তালিকা দেখে বোঝা যাচ্ছে, তালিকার প্রথম চারটি ধারাবাহিক ঠিক নিজের জায়গা ধরে রেখেছে। নতুন নতুন শুরু হলেও, এই লড়াইয়ে একচুলও জায়গা ছাড়তে নারাজ জি বাংলার ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। এরপর ধারাবাহিকগুলো স্থানে বেশকিছুটা পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে।

img 20230203 112438

এখানেই শেষ নয়। আবার এই তালিকায় নতুন ধারাবাহিক প্রবেশের সঙ্গে সঙ্গে বাদ যেতে দেখা গিয়েছে পুরোনো জনপ্রিয় ধারাবাহিকও। যেমন সদ্য শুরু হয়েই এই তালিকার নবম স্থানে জায়গা করে নিয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘মেয়েবেলা’। কিন্তু একসময় বেঙ্গল টপারের তকমা পেলেও, আর কাজ করছে না ‘মিঠাই’ ম্যাজিক। যার ফলে গত সপ্তাহে দশম স্থানে থাকলেও, এই সপ্তাহে টিআরপি তালিকায় দশের মধ্যে আর জায়গা করতে পারেনি জি বাংলার ধারাবাহিক ‘মিঠাই’।