মাত্র কিছু সময়ের মধ্যেই বাংলা দিকে ধেয়ে আসছে প্রবল বেগে ঝড় বৃষ্টি! পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

বৃহস্পতিবার মরশুমের প্রথম বৃষ্টি উপভোগ করেছে বঙ্গবাসী। কোথাও কম তো কোথাও আবার বেশি ঝড় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। এবার বৃহস্পতিবারের পর শুক্রবারও কিছু কিছু জেলায় ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর (weather office)।

শুক্রবার সকাল থেকেই আকাশে নেই রোদের দেখা। সারাটা দিন মেঘলা আবহাওয়া বিরাজ করেছে। আবার কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টিও হতে দেখা গিয়েছে। পাশাপাশি দুপুরের পর থেকেই রয়েছে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। রয়েছে দীঘা সহ একাধিক জেলায় কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

img 20230317 170659

বৃহস্পতিবার বিকাল থেকেই বিভিন্ন জেলার আবহাওয়া ধীরে ধীরে বদলাতে শুরু করে। সন্ধ্যে থেকেই শুরু হয় মরশুমের প্রথম বৃষ্টির সদঙ্গে ঝড়ের দাপট অর্থাৎ কালবৈশাখীর ঝলক। এক নিমেষে বেশকিছুটা কমে গিয়েছে তাপমাত্রার পারদ। সেইসঙ্গে বদলে গিয়ে আবহাওয়ার পরিস্থিতিও।

আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার দীঘার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩০.৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি করে কম। তাপমাত্রার সামান্য বৃদ্ধির পূর্বাভাসের সঙ্গেই রয়েছে ঝড় বৃষ্টির আগাম সতর্কবার্তা।

অন্যদিকে বৃহস্পতিবার বৃষ্টির পর দীঘার পাশাপাশি কমেছে তমলুকের তাপমাত্রাও। এখানে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস। রিপর্ট বলছে এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এখানেও বিকেলের পর রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা।

img 20230317 170738

এই সময়টা প্রায় গোটা বাংলা জুড়েই রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। মরশুমের প্রথম বৃষ্টি উপভোগ করার সঙ্গে সঙ্গে রয়েছে ঝড়ের সতর্কবার্তাও। যার ফলে সন্ধ্যের পর ঘর থেকে না বের হওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।