চলে গিয়েছে দিদি, টিভিতে ঐন্দ্রিলার নাচ দেখে অঝোরে কাঁদতে থাকা পোষ্যের ভিডিও ভাইরাল!

প্রথম ক্যান্সার ধরা পড়ে ২০১৫ সালে। তারপর সুস্থ হয়ে আবারও স্বাভাবিক ছন্দে ফেরা। এরপর আবারও এই মারণরোগের সম্মুখীন হন ২০২১ সালে। সে লড়াইকেও হার মানালেও, হল না শেষরক্ষা। ২০২২ সালের ১ লা নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত টেলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে (aindrila sharma) হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, দীর্ঘ ২০ দিনের লড়াইয়ে জয় হল মৃত্যুর। চলে গেলেন না ফেরার দেশে।

ঐন্দ্রিলার প্রেমিক তথা টেলি অভিনেতা সব্যসাচী চৌধুরী (sabyasachi chowdhury) সেদিন নিজেই নিয়ে গিয়েছিলেন হাসপাতালে, ভেবেছিলেন নিজেই আনবেন ফিরিয়েও। কিন্তু হল না শেষরক্ষা। দীর্ঘ ২০ দিন লড়াইয়ের পর না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (aindrila sharma), একা করে চলে গেলেন তাঁর কাছের মানুষ, ভালোবাসার মানুষ অর্থাৎ প্রেমিক তথা অভিনেতা সব্যসাচী চৌধুরীকে। রবিবার বেলা ১২ টা বেজে ৫৯ মিনিটে দীর্ঘ লড়াইয়ের পর মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি।

save 20221121 133240

প্রথমে ঐন্দ্রিলার মরদেহ তাঁর কুঁদঘাটের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয় এই অভিনেত্রীর। তাঁর পরিবার এবং সব্যসাচীর পাশাপাশি সেদিন সেখানে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল ঐন্দ্রিলার কাছের আরও দুজনকে। তাঁরা মানুষ না হলেও, ঐন্দ্রিলা ছিল তাদের কাছে দিদির মতই।

সেই দুজন হল ঐন্দ্রিলার দুই পোষ্য। কাজ সেরে যখন অভিনেত্রী বাড়িতে ফিরতেন, তখন তাঁকে দেখে তাঁর উপর ঝাপিয়ে পড়ত এই দুই পোষ্য। এদিন শ্মশানে বাকি সকলের মত, তাদের গলা দিয়েও কোন আওয়াজ বেরোচ্ছিল না। সকলের মত তারাও যেন নির্বাক দর্শক। শুধুমাত্র বাড়ি থেকে ঐন্দ্রিলার মরদেহ শ্মশানের দিকে নিয়ে যাওয়ার সময় একবার ডেকেছিল।

এই ঘটনার পর বর্তমান সময়ে স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপকহারে ভাইরাল হতে দেখা গিয়েছে। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। তবে এই ভিডিওতে দেখা গিয়েছে টিভিতে ঐন্দ্রিলার নাচের ভিডিও দেখতে দেখতে অঝোরে কাঁদছে তারই পোষ্য।