মাথায় জুড়েছে ৩৭ কোটি টাকার মুকুট, জানুন মিস ইউনিভার্স হওয়ার পর কী কী পেলেন হারনাজ কৌর সান্ধু

গত ২১ বছর পর ৭০ তম মিস ইউনিভার্স হলেন ভারতীয় কন্যা হারনাজ সান্ধু। তিনি চন্ডীগরের বাসিন্দা। তিনি জনপ্রশাসনের স্নাতকোত্তর করেছেন। তাঁর বয়স মাত্র ২১ বছর। এবছর ইজরায়েলে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। সেই অনুষ্ঠানের বিজেতা হয়ে বিশ্ব সুন্দরীর খেতাব জিতে নিলেন হারনাজ।

আগের বছরের মিস ইউনিভার্স আন্দ্রে মেজা, যিনি ম্যাক্সিকান এর বাসিন্দা, তিনি হারনাজকে তাঁর জেতা বিশ্বসুন্দরীর মুকুট পরিয়ে দেন অনুষ্ঠানে। মুকুকটি হিরে এবং সোনা দিয়ে তৈরি। ১৭৭০ টি হিরে লেগেছে মুকুটটি বানাতে তাছাড়া সোনা লেগেছে ১৮ ক্যারোটের। মুকুটির কেন্দ্রবিন্দুতে সোনার বড় ৬২.৮৩ ক্যারোটের হিরে রয়েছে।

মুকুটের পাতা পাপড়ির মতো লাগছে ও লতার নকশা করা যেটা ৭ টি মহাদেশের প্রতিনিধিত্ব করে। মুকুটির মূল্য ভারতীয় মুদ্রায় ৩৭,৮৭৯০,০০০ কোটি টাকা। বিদেশি মুদ্রায় ৫ মিলিয়ন মার্কিন ডলার। অনুষ্ঠানের মিস ইউনিভার্সের পুরুস্কার অর্থ কখনো প্রকাশ করা হয়না।

তবে রিপোর্টার মুতাবিক জানা গিয়েছে, বিজয়ীনীকে লন্ডন শহরে ১ বছরের জন্য ১টা অ্যাপার্টমেন্টএ থাকতে দেওয়া হয় বিনামূল্যে। তাছাড়া সরকারি ভাবে সমস্ত সুযোগ সুবিধা দেয়া হয়ে থাকে মিস ইউনিভার্সকে। একটি মেকআপ আর্টিস্টএর দল দেওয়া থাকে। মেকআপ আর্টিস্টএর দল ইউনিভার্সের জামা, জুতো, কাপড়, গয়না, মেকআপ সবকিছু ঠিক করে থাকে এবং ত্বকের যত্ন নিয়ে থাকে।

তাছাড়াও বেস্ট ফটোগ্রাফার দেওয়া হয়ে থাকবে। স্পেশাল স্টাইলিশ থাকবে মিস ইউনিভার্সের। তাছাড়া কিছু বিশেষজ্ঞ রাখা হবে, যারা মিস ইউনিভার্সের দাঁত, ত্বক এবং পুষ্টি ব্যাপারে খেয়াল রাখবে। এক বছরের জন্য থাকা-খাওয়ার খরচ দেওয়া হবে। এই সমস্ত কিছুর খরচ অনুষ্ঠান তরফ থেকে দেওয়া হয়ে থাকবে অনুষ্ঠানের তরফ থেকে।