Google-লে করা শুধুমাত্র এই একটি ভুলের কারণে মহিলার অ্যাকাউন্ট থেকে গায়েব ২.৪ লাখ টাকা, আপনিও তো অজান্তে করছেন না এই ভুল?
শুধুমাত্র এই একটি ভুলের কারণে মহিলার অ্যাকাউন্ট

বর্তমানে ইন্টারনেটটের ব্যাবহার অনেকটা বেড়েছে। এই ইন্টারনেট ব্যাবহার করতে গেলেই আমাদের গুগলের (Google) সাহার্য নিতে হয়। কোনো কিছু সার্চ কতে হলে যেতে হয় গুগলে। তবে জানানে কি? ইন্টারনেটের যুগে প্রতারণাও (Fraud) বেড়ে গেছে। মাঝে মধ্যেই এমন প্রতারণার খবর মিডিয়াতে উঠে আসে। সম্পতি এমনই এক খবর উঠে আসলো যেখানে প্রায় ২.৪ লক্ষ টাকা হারিয়ে নেন এক প্রতারক। চলুন আজকের প্রতিবেদন থেকে এ নিয়ে বিস্তারিত তথ্য জেনে নিন।
মানুষ অনেক সময় গুগলে বিভিন্ন নম্বর সার্চ (Number Search) করে থাকে। শুধু নম্বরই দোকানের নম্বর নয়, বিভিন্ন ব্যাঙ্ক কাস্টমার কেয়ার এবং অন্যান্য অনেক নম্বরও সার্চ করে থাকেন। যদিও আপনিও এভাবে অনলাইনে নম্বর সার্চ করতেন, তবে যা আপনার জন্য ঝুঁকি পূর্ণ হতে পারে। কেননা গুগলে থাকা সব নম্বরই খাঁটি নয়। এগুলি প্রতারকদের তৈরি করা ফাঁদ। সম্পতি মুম্বাইয়ে এমনই এক প্রতারণার শিকার হন এক মহিলা।
৪৯ বছর বয়সী ওই মহিলা একটি ফুড ডেলিভারি
অ্যাপ থেকে খাবার অর্ডার করেছিল। তিনি এর জন্য অনলাইনে ১০০০ টাকা অর্থ প্রদানও করেন। তবে কোনো কারণে তা ব্যার্থ হয়ে যায়। বেশ কয়েকবার একই জিনিস করলেও তা বারবার ব্যার্থ হতে থাকে। তখন তিনি গুগল থেকে ওই দোকানের নম্বর বের করেন এবং টাকা দেওয়ার জন্য ফোন করেন। এরপরই ঘটে আসল ঘটনা। অন্যদিকের ব্যাক্তিটি ওই মহিলার থেকে ক্রেডিট কার্ডের (Credit Card) বিশদ বিবরণ জানতে চান এবং ফোনে আসা ওটিপি (OTP) শেয়ার করতে বলেন। মহিলাটি ওটিপি শেয়ার করার পরই তাঁর ব্যাংক অ্যাকাউন্ট ২,৪০,৩১০ টাকা কেটে নেওয়া হয়। এরপরই ওই মহিলা থানায় অভিযোগ করেন এবং পুলিশ যথাযত ব্যাবস্থা নিয়ে টাকা কাটা বন্ধ করে দেয়।
স্ক্যামাররা কিভাবে সংখ্যা সম্পাদনা করে?
আসলে স্ক্যামাররা (Scammer) Google-এ থাকা বিভিন্ন দোকানের নম্বরগুলি পরিবর্তন করে নিজেদের নম্বর প্রবেশ করান৷ এরপরই যখন কোনো ব্যক্তি সেই নম্বরে যোগাযোগ করেন, তখন তাঁকে ফাঁদে ফেলে টাকা কেটে নেওয়া হয়। স্ক্যামাররা খুব সহজেই কয়েকটি ধাপ অনুসরণ করে এটি করে। এটি তারা ওয়েব পেজে গিয়ে Suggest an Edit অপশন ক্লিক করে দোকান/অফিসের ফোন নম্বর সম্পাদনা করে ও মানুষকে ফাঁদে ফেলে।