কমতে পারে টিকিটের দাম, রেলযাত্রীদের খুশির খবর

ভারতীয় রেল যাত্রীদের জন্য খুশির খবর আসতে চলেছে। গত দু বছরে করোনা আবহে অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। মানুষের দৈনন্দিন জীবন যেমন পাল্টে গিয়েছে বা কর্মেরই জীবনও পাল্টে গিয়েছে অনেক ক্ষেত্রে। তেমনি গত বছর ভারতীয় রেলের টিকিট মূল্য বৃদ্ধি পেয়েছিল। ঠিক মতো রেলের পরিসেবা না পাওয়ার জন্য অনেক মানুষেরই বিভিন্ন সমস্যায় সম্মুখীন হতে হচ্ছিল। দূরগামী রেল পথ বন্ধ হয়ে গিয়েছিল।

তবে আস্তে আস্তে মানুষের জীবনের ছন্দ ফিরতে চলেছে। এবার সেন্ট্রাল রেলওয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন, যা সাধারণ মানুষের জন্য বেজায় খুশির খবর। প্ল্যাটফর্মে টিকিটের দাম ১০ টাকার জায়গায় ৫০ টাকায় বাড়িয়ে দেওয়া হয়েছিল তা আবার আগের দামে করিয়ে দেওয়া হবে। আগে যেমন ১০ টাকার বিনিময়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যেত তা আবার রেলওয়ে কর্তৃপক্ষ রেলের টিকিটের দাম কমিয়ে মানুষের আর্থিক ভাবে সাহায্য করেছেন।

প্ল্যাটফর্মের টিকিটের দাম কমেছে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, দাদার, এলটিটি, থানে, কল্যাণ এবং পানভেল স্টেশনে। তা ছাড়াও মাসিক, ত্রৈমাসিক বা ১ বছরের টিকিট কেটে নেওয়া যেতে পারে একেবারে। অনলাইনে UTS রেলের টিকিট কাটার অ্যাপটি বন্ধ হয়ে গিয়েছিল করোনার জন্য। তবে আবার সেই অ্যাপটির মাধ্যমে টিকিট কাটতে পারবেন।

তবে ওই অ্যাপটির মাধ্যমে টিকিট কাটলে, ২০০মিটার দূরত্বে কাটতেই হবে। এর থেকে কম কাটা যাবে না। টিকিট তিন দিন আগেও কাটা যাবে। দূরগামী রেলে সফর করার আগে অনলাইনে কাটা টিকিট , টিকিট কাউন্টারে দেখতে হবে।