বিশ্বের কোন দেশের কাছে রয়েছে সবথেকে বেশি সোনা, Gold Reserved এর দিক থেকে ভারতের স্থান কত

সোনার (Gold) পিছনে শুধু মহিলা বা পুরুষরা দৌড়ায় না, যে কোন দেশই গোল্ড রিজার্ভ রেখে থাকে। যে দেশের কাছে সবচেয়ে বেশি সোনা থাকে, সেই দেশকে ধনী দেশ বলা হয়ে থাকে। দেশের অর্থনীতিও সোনার রিজার্ভের (Gold Reserved) উপর অনেকাংশ নির্ভর করে থাকে। আজ আপনাদের সোনা মজুদের পরিপ্রেক্ষিতে বিশ্বের সেরা ১০ টি দেশের কথা বলবো।

Gold

জেনে নিন , এই সব দেশে কত সোনা রয়েছে? সবচেয়ে ধনী দেশ বলা হয়ে থাকে আমেরিকাকে, সেখানে সর্বোচ্চ সোনা মজুদ করা রয়েছে। তবে আপনাদের জানিয়ে রাখি, একটা সময়ে ভারতবর্ষে (India) এত বেশি সোনা ছিল, সে সময় ভারতবর্ষকে সোনার পাখি বলা হত। আজ কত নম্বরে ভারতবর্ষ রয়েছে দেখে নিন।

১. আমেরিকাতে (America) কত সোনা রয়েছে

বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ বলা হয়ে থাকে আমেরিকাকে। সেই দেশে সোনা রয়েছে ৮ হাজার ১৩৩ টন। গোটা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সোনা রয়েছে।

২. জার্মানির (Germany) কাছে কত সোনা মজুদ রয়েছে

আমেরিকার পর দ্বিতীয় নম্বরে রয়েছে জার্মানি। তাদের কাছে সোনা মজুদ রয়েছে ৩,৩৫৯ টন।

৩. ইতালিতে (Italy) কত সোনা মজুদ রয়েছে

সোনা রিজার্ভের ক্ষেত্রে ইতালি রয়েছে ৩ নম্বরে। এখানের সরকারের কাছে সোনা মজুদ রয়েছে ২,৫৪১ টন।

৪. ফ্রান্সের (France) কাছে কত সোনা রয়েছে

সোনা রিজার্ভের ক্ষেত্রে ফ্রান্স রয়েছে ৪ নম্বরে। সেখানকার সরকারের কাছে সোনা রয়েছে ২,৪৩৬ টন।

৫. রাশিয়ার (Russia) কাছে কত সোনা রয়েছে

রাশিয়া পঞ্চম স্থানে রয়েছে। সেই দেশে সোনা মজুদ রয়েছে ২,২৯৯ টন।

৬. চীনের (China) কাছে কত সোনা রয়েছে

সোনা মজুদের দিক থেকে চীন রয়েছে ষষ্ঠ স্থানে। এখানে সরকারের কাছে সোনা রয়েছে ১৯৪৮ টন।

৭. সুইজারল্যান্ডের কাছে কত সোনা মজুদ রয়েছে

বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ বলা হয়ে থাকে সুইজারল্যান্ডকে। সপ্তম স্থানে রয়েছে দেশটি। সেখানে সরকারের কাছে সোনা রয়েছে ১০৪০ টন।

৮. জাপানের (Japan) কাছে কত সোনা রয়েছে

বিশ্বের সবচেয়ে উন্নত দেশ বলা হয়ে থাকে জাপানকে। সোনা মজুদের দিক থেকে ৮ নম্বর স্থানে রয়েছে জাপান। এখানের সরকারের কাছে সোনা রয়েছে ৮৪৫ টন।

Gold

৯. ভারতের (India) কাছে কত সোনা রয়েছে

যে দেশটিকে একটা সময়ে সোনার পাখি বলা হত, সেই দেশে এখন সোনা রয়েছে মাত্র ৭৪৩.৮৩ টন। তবে ভারত বিশ্বের মধ্যে ৯ নম্বর স্থানে রয়েছে। ভারতের জনগণের কাছে যতটা সোনা আছে, ততটা সরকারের কাছে নেই।

১০ . নেদারল্যান্ডের কাছে কত সোনা রয়েছে

সোনা রিজার্ভের ক্ষেত্রে বিশ্বের ১০ নম্বরের তালিকায় রয়েছে নেদারল্যান্ড। এই দেশের সরকারের কাছে সোনা রয়েছে ৬১২ টন।