মানুষের মতো দেখতে বাচ্চার জন্মদিন দিলো ছাগল? কিছুক্ষন পরেই ঘটলো এমন কান্ড

দুনিয়ায় অনেক জিনিস আশ্চর্য জনক হয়ে থাকে। তার কোন অর্থ আমরা বুঝতে পারিনা। আচ্ছা আপনারা কখনো দেখেছেন বা শুনেছেন, একটা ছাগল মানব শিশু জন্ম দিচ্ছে। হ্যাঁ এরম ঘটেছে, একটা গর্ভবতী ছাগল মানব শিশুর মত দেখতে বাচ্চার জন্ম দিয়েছে। এমনকি সেই বাচ্চার লেজ পর্যন্ত নেই। খবরটা ছড়িয়ে গেলে গ্রামের মানুষ দেখতে ভিড় জমায়। আসুন বিস্তারিত জেনে নিন।

 

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আসামের কাছাড় জেলার ধৌলায় বিধানসভা এলাকার গঙ্গা নগর গ্রামে। এখানে একটি পোষা ছাগল মানব সন্তানের জন্ম দিয়েছে। এই শিশুটির দুই পা ও কান ছাড়া শরীরের অন্যান্য অংশ ছিল মানব শিশুর মত দেখতে পুরোপুরি। তবে সে মারা গিয়েছে। জন্মের ৩০ মিনিট পর সে মারা যায়।

ছাগলটির মালিক জানিয়েছেন, সোমবার তাঁর ছাগল মানুষের মত একটি শিশু জন্ম দিয়েছিল। শিশুটির পুরো মুখ ছিল মানুষের মত। তার লেজ ছিল না। খবরটা ছড়িয়ে পড়তে গ্রামের মানুষ ভিড় জমিয়েছে। পুরো এলাকায় ঘটনাটি নিয়ে আলোচনার বিষয়বস্তু হয়ে দাড়িয়েছে।

ছাগলের বাচ্চাটিকে বাদামি বর্ণের দেখতে হয়। গ্রামবাসীরা ধরে নেয়, কোন পূর্বপুরুষ জন্ম নিয়েছে। তবে শিশুটি বেশিক্ষণ বাঁচেনি। এরপর গ্রামবাসীরা সনাতন রীতি অনুসারে ছাগলের বাচ্চাটির শেষ কার্য সম্পূর্ণ করে।

Related Articles

Back to top button