একটা চুক্তি ভাঙতেই বিপত্তিতে আম্বানি, ওভারটেক করে উপরে উঠে গেলেন আদানি

এতদিন  এশিয়ার মধ্যে সবচেয়ে রিচেস্ট ম্যান ছিলেন মুকেশ আম্বানি। তবে এবার শীর্ষস্থান থেকে তিনি কিছুটা পিছিয়ে পড়লেন। প্রাপ্ত খবর অনুযায়ী আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি মুকেশ আম্বানির সম্পত্তি থেকে টক্কর দিয়ে এশিয়ার মধ্যে রিচেস্ট ম্যান হয়ে উঠেছেন। এই প্রথম শেয়ার মার্কেটে রিলায়েন্স ইন্ডাস্ট্রি শেয়ার পড়ে গেলো। মূলত এই কারণেই গৌতম আদানি এশিয়ার মধ্যে ধনীদের লিস্টে ১ নম্বরে এসে গেলেন।

চুক্তি ভাঙার পরেই শেয়ারের পতন:

রিলায়েন্স ইন্ডাস্ট্রি সৌদি আরামকোর সাথে চুক্তি ভঙ্গের পড়েই টানা তিন দিন পর পর শেয়ার পড়ে গিয়েছে। এখন শেয়ার ১.৪৪টাকায় কমে ২৩৫১.৪০ টাকায় আটকেছে।

এদিকে আদানি গ্রূপের আন্ডারে যে সব কোম্পানি গুলো শেয়ার রেখেছিলেন, সেই শেয়ার দাম বেড়ে গিয়েছে গত তিন দিনে। মোট ৬ টি কোম্পানিতে আদানি গ্রূপের শেয়ারের তালিকাভুক্ত রয়েছে। কোম্পানি গুলোর মধ্যে আছে আদানি গ্রীন, আদাভি পাওয়ার এবং আদানি টোটাল গ্যাস ইত্যাদি।

আদানি ট্রান্সমিশন ০.৩৬ শতাংশ বেড়েছে ১৯৪৮ এ বন্ধ হয়েছে। আদানি পোর্টস ৪.৬৩ শতাংশ বেড়ে ৭৬৩ টাকায় বন্ধ হয়েছে। আদানি এন্টারপ্রাইজ ২.০৪ শতাংশ বেড়ে ১৭৪২.৯০ টাকায় বন্ধ হয়েছে।

গৌতম আদানির সম্পত্তির পরিমাণ:

গৌতম আদানির সম্পত্তির পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। গত এক বছরে এত পরিমাণ বেড়েছে মুকেশ  আম্বানিকে পিছনে ফেলে দিয়েছে। মুকেশ আম্বানির সম্পত্তি বেড়েছে এক বছরে ১৪.৩ বিলিয়ন ডলার। সেখানে গৌতম আদনির সম্পত্তি বেড়েছে ৫৫ বিলিয়ন ডলার।