বৃদ্ধ বাবাকে প্রত্যাখ্যান করেছিল ছেলে, ডিএম এর নামে লিখে দিলেন কোটি টাকার সম্পত্তি

একটা শিশুর সবথেকে বেশি প্রয়োজন হয় তার বাবা-মাকে। তেমনি বৃদ্ধ বয়সে সেই বাবা মার প্রয়োজন হয় তাদের বড় করা সন্তানকে। কিন্তু এই প্রজন্মের ছেলেমেয়েদের কাছে বাবা মাকে দেখার জন্য সময় নেই। তাদের সাথে দুটো কথা বলার সময় নেই। তাদের শরীর ঠিক মতো আছে কিনা তা জানার সময় নেই। আজ এমনি এক বাবার কথা বলব তিনি তার ছেলেদের বিরূপ আচরণ দেখে তিনি তার দু কোটি টাকার সম্পত্তি তাঁর জেলার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করেছেন।

বৃদ্ধার বয়স ৮৮ বছর। বৃদ্ধার পুরো নাম গণেশ শঙ্কর। তিনি আগ্রা জেলার ছাতা থানার এলাকার পিপল মান্ডির বাসিন্দা। তাঁর তামাকের দোকান আছে রাওয়াতাপাড়ার মোড়ে। তাঁরা চার ভাই একসাথে ১৯৮৩ সালে হাজার গজ জমি কিনে বিলাসবহুল বাড়ি বানিয়েছিলেন। এখন বাড়িটার মূল্য কম করেও ১৩ কোটি টাকা। বর্তমানে গণেশ শঙ্কর ২ কোটি টাকার বাড়ির মালিক।

তবে তাঁর অভিযোগ হলো , তাঁর দুই ছেলের নামে। তাঁর ছেলেরা এক বাড়িতে থেকেও তাঁর সাথে কথা বলার সময় নেই ছেলেদের। তাঁর যত্ন তারা নেই না। তাকে খেতেও পর্যন্ত দেয় না ঠিক মতো। গণেশ শঙ্কর জানিয়েছেন , তাঁর খাওয়ার জন্য তাঁর ভাইদের ওপর নির্ভর করতে হয়। তাই তিনি ছেলেদের সাথে আর বসবাস করেন না। নিজের ভাইদের সঙ্গে থাকছেন।

তিনি গত শুক্রবার ম্যাজিস্ট্রেট অফিসে পৌঁছে সবার সামনেই তাঁর ডিএম আগ্রার বাড়িটি সিটি ম্যাজিস্ট্রেট প্রতিপাল চৌহানের কাছে নিবন্ধতিত উইল হস্তান্তর করেন। জায়গাটির মূল্য কম করেও কোটি টাকা। উইলের এক কপি তাঁর ভাইদের কাছে আছে। ভাইদেরও সম্পূর্ণ মত আছে গণেশ শঙ্করের সাথে।