ত্বক থেকে চুল, একাধিক সমস্যা থেকে রক্ষা করবে এই ফুল! জেনে নিন পদ্ধতি

সকলেই চান নিজের ত্বক (skin) এবং চুল (hair) যাতে সুন্দর এবং উজ্জ্বল হয়। কিন্তু চাইলেই কি আর পাওয়া যায়। অনেকেই এই সমস্যায় জর্জরিত হয়ে আছেন। যারা অনেক চেষ্টা করেও নিজেদের ত্বক এবং চুলের যত্ন নিতে পারেন না। তাই বেশি কিছু করতে হবে না, সামান্য কিছু ঘরোয়া টোটকা মেনে চললেই আপনিও পেয়ে যাবেন আপনার পছন্দমত ত্বক এবং চুল।

দেখে নিন পদ্ধতি-

জবা ফুল (hibiscus) কম বেশি প্রায় সকল বাড়িতেই থাকতে দেখা যায়। এই ফুল একদিকে যেমন পুজোর কাজে লাগে, তেমনই এই ফুল রূপচর্চার ক্ষেত্রেও বেশ কার্যকরী। উজ্জ্বল ও দাগমুক্ত ত্বক পেতে হলে লাল টকটকে জবা ফুলের প্যাক লাগাতে হবে। তাহলেই পেয়ে যাবেন উজ্জ্বল এবং দাগমুক্ত ত্বক।

img 20221220 145856

কয়েকটা জবাফুল নিয়ে তাতে ২ থেকে ৩ চামচ বেসন দিয়ে ভালো করে পেস্ট করে তার মধ্যে ২ থেকে ৩ ফোঁটা গোলাপ জল মিশিয়ে প্যাক বানাতে হবে। জবা ফুলে প্রচুর পরিমাণে অন্টিঅক্সিডেন্ট থাকায় এই প্যাক মুখে লাগালে, ত্বক বেশ উজ্জ্বল হয়।

ত্বকের পাশাপাশি চুলের ক্ষেত্রেও এই জবা ফুল বেশ কার্যকরী। ঘন, কালো, একরাশ চুল পেতে হলে কয়েকটা জবা ফুল ভালো করে পেস্ট করে তাতে সামান্য নারকেল তেল দিয়ে হেয়ার মাস্ক তৈরি করে মাথায় মাখতে পারেন। তাহলেই পার্থক্যটা বুঝতে পারবেন।

img 20221220 145918

প্রথমে একটি পাত্রে ১ কাপ নারকেল তেল নিতে হবে। তার মধ্যে জবা ফুলের কুঁড়ি ও ফুল নিয়ে ভালো করে ফুটিয়ে সেটা ঠান্ডা করে মাথায় মাখতে হবে। যদি এই তেল নিয়মিত ব্যবহার করতে পারেন, তাহলে খুশকির সমস্যা দূর হবে।

আবার যদি জবা পাতা ভালো করে পিষে নিয়ে তাতে অ্যালোভেরা জেল মিশিয়ে প্যাক তৈরি করা যায়, তা চুলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই প্যাক ১০ থেকে ১৫ মিনিট মাথায় মাখিয়ে রেখে তারপর ধুয়ে ফেললে চুলের গোড়া মজবুত করে এবং টাক পড়া থেকে রক্ষা করে।