Viral Video: বিয়েতে বর কনেকে বন্ধুরা দিলেন এমন উপহার যা দেখে রীতিমতো চমকে গেলেন দম্পতি

ভারতীয় বিয়েতে অত্যন্ত পরিমানে জাঁকজমক ও হৈহুল্লোর হয়ে থাকে। পরিবারের লোকেরা ও বন্ধু-বান্ধবেরা বিয়ের এই বিশেষ অনুষ্ঠানকে আরো বেশি বিশেষ করে তোলে। এছাড়া পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবেরা বিয়ে উপলক্ষে বড় ও বউকে গিফ্টও (Wedding Gift) দিয়ে থাকে। কিন্তু কিছু কিছু সময় বড়-বউ তাদের বিয়েতে এমন গিফ্ট (wedding Gift)পায় যা দেখে বড়-বউ সমেত সবাই অবাক হয়ে যায়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social media) এমনি একটি ভিডিও ভাইরাল (Viral video) হচ্ছে যেখানে দেখছে একজন বড়-বউয়ের বিয়ের মুহূর্তে তাদের বন্ধুরা নতুন দম্পতিকে একটি বক্সে গিফ্ট দেয় এবং সেই বক্স খুলে দেখার পর সেই গিফ্ট দেখে দম্পতি ও আশেপাশের লোকেরা অবাক হয়ে যায়। আসুন জেনেনি সোশ্যাল মিডিয়ায় (Social media) ভাইরাল (Viral video) হওয়ায় নতুন দম্পতি কি গিফ্ট পেল তাদের বন্ধুদের কাছ থেকে।

https://www.instagram.com/reel/ClLHHGEJCpd/?igshid=YmMyMTA2M2Y=

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় ভিডিওতে দেখা যাচ্ছে একটি নব দম্পতি বিয়ের সাজে সেজে একটি স্টেজের উপর চেয়ারে বসে রয়েছে। এমন সময় তাদের বন্ধুদের একটি গ্রূপ সেখানে এসে উপস্থিত হয় ও তাদের হাতে তুলে দেয় একটি নিল গিফ্ট পেপার দিয়ে মোড়ানো বড় বক্স এবং সেই বক্সটাকে নতুন দম্পতিকে তখনই খুলতে বলা হয়।

এরপর বক্স খুলে ভেতরে থাকা গিফ্ট দেখে নতুন দম্পতি ও আশেপাশে থাকা আত্মীয়স্বজনরা সবাই চমকে যায়। কারণ তাদের গিফ্টে দেওয়া হয়েছিল আকাশি রঙের বেবি ওয়াকার তাদের ফিউচার সন্তানের জন্য। এই গিফ্টটি দেখে বড়-বউ ও আত্মীয়রা অবাক হওয়ার সাথে সাথে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিল। এই ভিডিওটি সত্যি অত্যন্ত হাস্যকর ভিডিও। এই ভিডিওটি জনগণরা খুব পছন্দ করছে ও তাই ভিডিওটি ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। আর এই ভিডিওটি ইনস্টাগ্রামে mokkaflix নামক একাউন্ট থেকে শেয়ার করা হয়েছে।

 

Related Articles

Back to top button