মঙ্গল গ্রহে সন্ধান মিললো বিশালাকার বরফের গর্তের, ২ কিলোমিটার গভীর এই গর্ত দেখে হতভম্ব নেট নাগরিকরা

মঙ্গল গ্রহে সন্ধান মিললো বিশালাকার বরফের

মহাকাশ নিয়ে প্রতিদিন গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। এর মধ্যে অনেকবার বিভিন্ন দেশ থেকে চাঁদ থেকে শুরু করে মঙ্গল গ্রহে বিভিন্ন যান পাঠিয়েছে। যার মধ্যে অনেক যান সফল হয়েছে, আবার অনেক ব্যার্থ। কিন্তু বিজ্ঞানীরা গবেষণা থামিয়ে দেননি। তাই আজও মানুষের কাছে বিভিন্ন গ্রহ নিয়ে নতুন নতুন তথ্য উঠে আসছে। সম্প্রতি মঙ্গল (Mars) নিয়েই এক নতুন তথ্য পেলেন বিজ্ঞানীরা। যেখানে মঙ্গলে এক নতুন গর্তের সন্ধান পেলেন বিজ্ঞানীরা, যা বরফে আবৃত। চলুন প্রতিবেদন থেকে এই গর্তটি সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

Mars

আজ আপনার কোরোলেভ ক্র্যাটার (Korolev Crater) সম্পর্কে জানবেন, যা প্যাচের মতো দেখতে একটি খুব বড় গর্ত। এই গর্তগুলো মার্স এক্সপ্রেস হাই রেজোলিউশন স্টেরিও ক্যামেরা (HRSC)-তে ধরা পড়েছে। মঙ্গলের উত্তরের নিম্নভূমিতে এর অবস্থান, যা ৮২ কিমি পর্যন্ত প্রসারিত। মঙ্গল গ্রহে খুঁজে পাওয়া এটি এমনই একটি গর্ত যা ভালোভাবে সংরক্ষিত এবং বরফ দ্বারা আবৃত। এর কেন্দ্রে রয়েছে ১.৮ কিমি পুরু বরফের ঢিবি, যা সারাবছর এমনই থাকে।

এই অঞ্চলে সারা বছরই তুষারপাত হয়। যে কারণে সম্পূর্ণ অঞ্চলটি তুষারময় থাকে। কোরোলেভ ক্র্যাটার প্রায় দুই কিমি পর্যন্ত গভীর। এই গর্তের গভীরতম অংশে চলমান বায়ু ঠান্ডা হয়ে নিচে নেমে আসে। প্রধান রকেট ইঞ্জিনিয়ার এবং মহাকাশযান ডিজাইনার সের্গেই কোরোলেভের (Sergei Korolev) নামে এর নামকরণ করা হয়েছে কোরোলেভ ক্র্যাটার । প্রসঙ্গত, তিনি সোভিয়েত মহাকাশ প্রযুক্তির জনক। এছাড়া তিনি কোরোলেভ স্পুটনিক প্রোগ্রাম সহ অনেক সুপরিচিত মিশনের সঙ্গে যুক্ত ছিলেন।

 

প্রসঙ্গত এইচআরএসসি দিয়ে তোলা এই ছবিগুলি বিশেষত্ব হলো, এগুলি পাঁচটি ভিন্ন ‘স্ট্রিপ’ রয়েছে। যা ভিন্ন ভিন্ন কক্ষপথ থেকে নেওয়া হয়েছে। ২০১৮ সালে ExoMars ট্রেস গ্যাস অরবিটারে কালার এবং স্টিরিও সারফেস ইমেজিং সিস্টেম (CaSSIS) যন্ত্র প্রথম মঙ্গল গ্রহে কাজ শুরু করেছিল। এই যন্ত্রেই প্রথম কোরোলেভ ক্রেটারের রঙিন ছবি তোলা হয়েছিল।