পাখির মতো উড়তে পারে এই সাপ! কিভাবে জানেন?

পাখির মতো উড়তে পারে এই সাপ

সাপ (Snake) শব্দটা শুনলেই কেমন গা শিহরিত হয়ে ওঠে। বিভিন্ন প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পৃথিবীতে এখনো পর্যন্ত ২,৯০০ টি সাপের প্রজাতি রয়েছে। যার নাম হয়তো অনেকেই শোনেননি। সাপগুলি বিভিন্ন ধরণের বৈশিষ্ট যুক্ত হয়ে থাকে। অনেক সাপ বিষধর হয়, যার কামড়ে মৃত্যু পর্যন্ত হয়। আবার অনেক সাপ হয়েছে, যাদের কামড়ে মানুষ মরে না। আজ এমন এক বিচিত্র সাপের কথা আপনাদের জানাবো, যা উড়তে পারে। আসুন প্রতিবেদন থেকে এই সাপ সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

পাখির মতো উড়তে পারে সাপ, ভারতেই রয়েছেFlying Snake

 

আজ কথা বলবো ক্রাইসোপেলিয়া (Chrysopelea) প্রজাতির সাপের কথা। এগুলি দেখতে গাছের পাতার মতো সবুজ। সাধারণ ভাবে এগুলি উড়ন্ত সাপ (Flying Snake) নামে পরিচিত। তবে এটিকে গ্লাইডিং স্নেক (Gliding Snake) নামেও চেনে। এই প্রজাতির সাপ খুব একটা বিষাক্ত হয়না। মানুষের কোনো ক্ষতি না করলেও, এদের প্রধান খাদ্য মাছ, ব্যাঙ, পাখি ও বাদুড়। ভারত (India) সহ দক্ষিণ-পূর্ব এশিয়া, চীন ও শ্রীলঙ্কায় এই সাপের দেখা মেলে।

সহজেই এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে যায়

এই প্রজাতির সাপগুলির শরীর ৮০-৯০ শতাংশ বাতাসে থাকে। যে কারণে এদের ‘উড়ন্ত সাপ’ও বলা হয়ে থাকে। তবে এর উড়তে পারে না। এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে যায়। এই ধরণের সাপ শরীরকে এমনভাবে মোচড় দেয়, যাতে তারা সহজে বাতাসে লাফ দিতে পারে। সাধারণ ভাবে গায়ের রং সবুজ হওয়ায় এদের সহজে চোখে পড়েন। পৃথিবীতে ক্রিসোপেলিয়ার অন্তর্ভুক্ত মোট ৫টি প্রজাতি রয়েছে। প্রসঙ্গত, সবকটি লাফাতে সক্ষম এবং লাফানোর সময় শরীর চ্যাপ্টা করে নেয়।

ইউটিউবেও দেখা মিলবে এই সাপের

Snake

বর্তমানে এই ধরণের উড়ন্ত সাপের ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল (Viral) হচ্ছে। খালি চোখে এদের দেখতে পাওয়া খুবই মুশকিল। গাছের সবুজ পাতার সঙ্গে এরা নিজেদের মিশিয়ে নেয়। গুগলে গ্লাইডিং স্নেক লিখলে এই ধরণের অনেক সাপের ছবি আপনি দেখতে পারবেন। ইউটিউবেও এই ধরণের সাপের অনেক ভিডিও (Youtube Video) রয়েছে।

Chrysopelea

Related Articles

Back to top button