ফ্লিপকার্ট করবে এবার সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ, Flipkart লঞ্চ করেছে নতুন স্মার্টফোন! ব্যাটারি চলবে 42 ঘন্টা

এবার সাধ্যের মধ্যে স্বপ্নপূরণের পথ দেখাল ই-কমার্স সাইট Flipkart। Flipkart তার প্রথম স্মার্টফোন হিসেবে MarQ M3 Smart লঞ্চ করছে। এর আগে ফ্লিপকার্ট MarQ ব্র্যান্ড এর আওতায় স্মার্ট টিভি ও স্পিকার লঞ্চ করেছিল।MarQ M3 Smart এই ফোনটিতে একটি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে রয়েছে। কিন্তু তাসত্ত্বেও এই ফোনটি সহজলভ্য। এছাড়া এই ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর বিক্রি ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেস সেলে(Flipkart Big billion Day sale) হবে। অর্থাৎ ৭ অক্টোবর থেকে এ বিক্রি শুরু হবে।

ভারতে MarQ M3 Smart এর দাম-

MarQ M3 Smart স্মার্টফোনটির মূল্যও নির্ধারণ করা হয়েছে ৭৯৯৯ টাকা। যদিও বিক্রির সময় এটা আপনি পেয়ে যেতে পারেন মাত্র ৬২৯৯ টাকায়, বিভিন্ন অফারের মাধ্যমে।

MarQ M3 Smart এর ফিচার-

২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ রয়েছে MarQ M3 Smart ফোনটিতে। এই ফোনটি কালো ও নীল রঙের থাকবে। এই ফোনটি Micromax In 2b, Realme C21Y, Lava Z2s এর মত স্মার্ট ফোনকে টক্কর দেবে।এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই, শুধুমাত্র ফেস আনলক দেওয়া হয়েছে। কানেকটিভিটির জন্য এতে ৩.৫ এম এম অডিও জ্যাক, micro-usb, ডুয়াল সিম কার্ড স্লট, ওয়াইফাই ব্লুটুথ v৪.২, জিপিএস, ৪G এর মত ফিচার রয়েছে ।

MarQ M3 Smart এর ক্যামেরা-

ফ্লিপকার্টের এই প্রথম ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যা অসাধারণ।যেখানে প্রাইমারি লেন্স ১৩ মেগাপিক্সেল, দ্বিতীয় লেন্সটি ডিজিটাল যার মেগাপিক্সেলের সম্পর্কে কোন তথ্য দেয়নি। ফ্রন্ট ৫ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ক্যামেরা দিয়ে নাইট মোড, বিউটি মোড, স্লো মোশন ইত্যাদি ফিচার দেওয়া রয়েছে। যা ফোন প্রেমীদের কাছে যথেষ্ট আকর্ষণীয়।

MarQ M3 Smart এর ব্যাটারি-

MarQ M3 Smart এই স্মার্টফোনটিকে ৫০০০mAh ব্যাটারি রয়েছে যা ২৪ ঘন্টা মিউজিক প্লে ব্যাক চলবে বলে দাবি করা হয়েছে। কোন কিছু অ্যাপ্লিকেশন ব্যবহার ছাড়া এই ফোন ৪২ ঘন্টাও সার্ভিস দেবে।