এই ৫ টি স্টকে দুর্দান্ত রিটার্ন মিলবে আগামীদিনে, আপনিও হতে পারবেন কোটিপতি

বর্তমান সময়ে শেয়ারবাজারের মূল্য ক্রমাগত ওঠা নামা চলছে। যে কারণে ভোগান্তিতে পড়েছে শেয়ার মার্কেটে বিনিয়োগকারীরা। অনেকের লাখ লাখ টাকা ক্ষতি হয়েছে এবছরে। তবে তারপরও অনেক স্টক বিনিয়োগকারীরা ভালো মতোই লাভ পাচ্ছে এবং আরও ধনী হয়ে উঠছে। আসুন এ বছরে কোন কোম্পানির স্টক মার্কেট কেমন যাচ্ছে নিম্নে আলোচনা করি।

১) ২২% স্টক বৃদ্ধি পেতে পারে অজন্তা ফার্মার

Stock

 

আগামী দিনে অজন্তা ফার্মা কোম্পানির স্টক ২২% বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। কোম্পানিটি আরও শক্তিশালী ভাবে নিজেদের তৈরি করছে। খবর সূত্রে জানা যাচ্ছে যে, এই কোম্পানি ভারত সহ পুরো এশিয়া ও আফ্রিকার বাজারে নতুন পণ্য লঞ্চ করতে চলেছে। যার ফলে কোম্পানিটি অর্থের দিক থেকে লাভবান হওয়ার সাথে সাথে বিভিন্ন বাজার দখল করতে সক্ষম হবে। আগামী দিনে এই কোম্পানির শেয়ারের মূল্য ২১৯৩ টাকা হয়ে দাঁড়াবে।

২) মারিকোর দাম বৃদ্ধি পেয়ে হতে পারে ৫৯২ টাকা

বিশেষজ্ঞরা মনে করছেন এই কোম্পানির স্টকও বৃদ্ধি পেতে পারে। কোম্পানিটি কিছু সময় ধরে তার স্টকে ভালো রকম মার্জিন জেনারেট করতে সক্ষম হয়েছে। কোম্পানির খাদ্য ব্যাবসা গত দু-তিন বছরে বৃদ্ধি পেয়েছে। যে কারণে খুব অল্প সময়ের মধ্যেই কোম্পানির স্টক ৫০০ কোটি টাকা ছুঁয়েছে। বিশেষজ্ঞরা আরো মনে করছেন যে, দিন দিন এর চাহিদা বৃদ্ধির কারণে ব্যবসাটি কয়েক বছরের মধ্যে দ্বিগুন হতে পারে এবং ব্যাবসা বৃদ্ধি পেলে কোম্পানির শেয়ারের দাম ৫৯২ টাকা পর্যন্ত ছুঁতে পারে।

৩) পিডিলাইট ইন্ডাস্ট্রিজ কোম্পানির স্টক বৃদ্ধি পেতে পারে

সম্প্রতি কার্পেন্টার নেটওয়ার্কের কারণেই এই সংস্থাটি শক্তিশালী হয়ে উঠছে। বর্তমানে এই কোম্পানির মার্কেট শেয়ার রয়েছে ৬০% এর বেশি। কোম্পানির কার্পেন্ট নেটওয়ার্ক ছাড়াও ওয়াটার প্রুফিং ব্যবসাটি ২০% হারে বৃদ্ধি পাচ্ছে। যে কারণে বিশেষজ্ঞরা মনে করছেন যে, আগামী দিনে এই কোম্পানির স্টক বৃদ্ধি পেতে পারে এবং প্রায় ১২% পর্যন্ত শেয়ার মূল্য বাড়তে পারে।

৪) নিম্মগামী হলো জি এন্টারটেইনমেন্টের শেয়ার

বিশেষজ্ঞদের জানিয়েছেন কোম্পানির শেয়ারে মূল্য বেড়ে হতে পারে ৩২০ টাকা। যা বর্তমান মূল্য থেকে ৩৫% বৃদ্ধি পাবে। এই সংস্থারর শেয়ার মূল্য সোমবার সকালে ৪.৫৭% কমেছে, যা ব্যাবসায়িক মূল্যে দাঁড়িয়েছে ২২৫.৪০ টাকা তে।

৫) বৃদ্ধি পেতে পারে Paytm-এর স্টক

Paytm Stock

শেয়ার মার্কেটে Paytm যুক্ত হওয়ার পর থেকেই কমতে শুরু করেছে এর শেয়ার মূল্য। তবে আগামী কয়েক দিনের মধ্যেই এর স্টক বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যা শেয়ার মূল্যে বাড়বে ৪০%।

Related Articles

Back to top button