ভারতে এই প্রথম পুনেতে লঞ্চ হল হাইড্রোজেন ও বায়ু চালিত বাস, দেখুন ভাইরাল ভিডিও

ভারতে প্রথম তৈরি হলো হাইড্রোজেন ও বায়ু চালিত বাস, এটি একটি পরিবেশবান্ধব বাস

দেশের বিভিন্ন স্থানে নরেন্দ্র মোদির ‘জাতীয় সবুজ হাইড্রোজেন মিশন’ দ্বারা অনুপ্রাণিত হয়ে সবুজ গতিশীলতা প্রচারের কাজ চলছে। দেশের পশ্চিমা অঞ্চলগুলি পেট্রোল ও ডিজেলের উপর নির্ভরতা কমিয়ে আনছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রতিমন্ত্রী ড: জিতেন্দ্র সিং রবিবার পুনেতে দেশের প্রথম ‘হাইড্রোজেন ফুয়েল সেল বাস’ (Hydrogen fue cell bus) উন্মোচন করেন। এই বাসের সংস্করণ এমনই যেটি হাইড্রোজেন ও বায়ু ব্যবহার করে চলবে। এই বাস ‘কাউন্সিল অফ সাইন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’ (CSIR) এবং KPIT লিমিটের যৌথভাবে তৈরি করছে। প্রথমে জ্বালানি গাড়ির বিকল্প হয়ে ওঠে ইলেকট্রিক গাড়ি এখন ইলেকট্রিক গাড়ির বিকল্প হয়ে উঠছে এই প্রযুক্তি।

Hydrogen fuel cell bus

টুইটারে একটি ভিডিও শেয়ার করে এই তথ্য নিজেই প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। এটি বাসের আভাস দেয়। যার টুইট করা ভিডিওতে লেখা ছিল, “দেশীয়ভাবে তৈরি ভারতের প্রথম ‘হাইড্রোজেন ফুয়েল সেল বাস।” CSIR এবং KPIT দ্বারা যৌথভাবে তৈরি। প্রধানমন্ত্রীর জাতীয় সবুজ হাইড্রোজেন মিশন দ্বারা অনুপ্রাণিত হয়ে পুনেতে উন্মোচন করা হয়েছে।

নির্মাতারা এ বিষয়ে কিছু তথ্য শেয়ার করেছে। তথ্য অনুসারে, এই ফুয়েল সেলটি হাইড্রোজেন ও বায়ু ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করে এবং এই ওই বিদ্যুৎ দ্বারা বাসটি চালিত হয়। সবচেয়ে বড় ব্যাপার হলো এটি একটি পরিবেশ বান্ধব গাড়ির পর্যায় পড়ে। যদি একটি ডিজেল চালিত বাসকে দেখা যায়, সাধারণত দূর-দূরত্বের রাস্তায় প্রতিবছর ১০০ টন CO2 নির্গত করে। গোটা দেশ জুড়ে লক্ষ লক্ষ ডিজেল চালিত গাড়ি রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রক জিতেন্দ্র সিং বলেন, একটি ‘ডিজেল গাড়ির’ তুলনায় ‘হাইড্রোজেন ফুয়েল সেল ট্রাকের’ খরচ তুলনামূলক কম হবে। এটি সারা দেশের বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।

জিতেন্দ্র সিং আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘হাইড্রোজেন ভিশন’-এর প্রধান উদ্দেশ্য হল পরিষ্কার-পরিচ্ছন্ন জলবায়ু ও পরিবেশ। কেন্দ্রীয় মন্ত্রী জানান, ডিজেল চালিত গাড়ি থেকে ১২-১৪% CO2 নির্গত হয় যা পরিবেশকে ব্যাপকভাবে ক্ষতি করে। আর ‘হাইড্রোজেন ফুয়েল সেল গাড়ি’ গুলোর একটি ইতিবাচক দিক হলো কার্বনডাই অক্সাইড (CO2) নির্গমন দূর করে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই এই গাড়ি রাস্তায় দেখা যাবে।