TRP বাড়াতে মহিলাদের দিয়ে মিথ্যে নাটক করানো হয়! দিদি নম্বর ওয়ানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

বর্তমান সময়ে বাংলার অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো হল জি বাংলার ‘দিদি নম্বর 1’ (didi no 1)। দিদিদের নিয়ে দেখানো এই শোয়ে একবার যাওয়ার ইচ্ছা আট থেকে আশি সকল মহিলারই আছে। এখানে দেশ হোক বা বিদেশের বিভিন্ন প্রান্তের মেয়ে, বউরা বিভিন্ন খেলার মধ্যে নিজেদের জীবনের নানা অজানা গল্প শেয়ার করে নেন শোয়ের সঞ্চালিকা রচনা ব্যানার্জির সঙ্গে।

img 20221129 180123

বিগত ১০ বছর ধরে রমরমিয়ে চলতে থাকা এই অনুষ্ঠান এবার বন্ধের দাবি তুলল নেটিজনরা। সম্প্রতি এখানে দেখানো এক এপিসোডে এক প্রতিযোগিনীর জীবনের গল্প শুনে, এমন দাবি তুললেন বেহালার এক বাসিন্দা। তাঁর দাবী, টিআরপির লোভে মহিলাদের নিয়ে মিথ্যে নাটক দেখানো হয় ‘দিদি নম্বর 1’-এ।

img 20221129 180136

ওই ব্যক্তির অভিযোগ, কিছুদিন আগেই তাঁর প্রাক্তন স্ত্রী ‘দিদি নম্বর 1’র মঞ্চে এসে যেসমস্ত কথাগুলো বলেছেন, তা প্রকৃতপক্ষে সত্য নয়। এখানে শুধুমাত্র একতরফাভাবে মহিলাদের কথাই শোনা হয়, অত্যাচারিত পুরুষদের কথা শোনা হয় না বলে দাবী করেছেন ওই ব্যক্তি। তাঁর কথায়, একটি সংসার ভেঙ্গে যাওয়ার পেছনে, নারী-পুরুষ দুজনেরই সমান ভূমিকা থাকে। আর এখানে একজনকে ভিলেন বানিয়ে সেটাই টিভিতে উপস্থাপিত করা হয়। তিনি শুধু একাই নন, তাঁকে সমর্থন করেছেন বহু নেটিজন।

https://www.facebook.com/watch/?ref=external&v=1143927936511966

এই বিষয়ে ফেসবুকে এক সাক্ষাৎকারে ওই ব্যক্তি বলেন, ‘কিছু ছেলের জন্য কিছু মেয়েরা যেমন আজকে অত্যাচারিত। ঠিক তেমনই কিছু মেয়ের জন্যও আজ কিছু ছেলেরা অত্যাচারিত। এই সমস্ত অনুষ্ঠানের একতরফা কথা না শুনে, এমন কিছু শো করুন যেখানে দুজনেই মুখোমুখী হবেন। সেখানে দুপক্ষের কথা শুনে, তবেই সত্য মিথ্যা বিচার করা হোক’।

img 20221129 180112

ওই ব্যক্তির এমন সাক্ষাৎকার দেখে নেটদুনিয়ায় এক মহিলা রিপ্লাই দিয়ে লেখেন, ‘একদম সহমত। পাব্লিকালি একতরফা কাঁদুনি গেয়ে অনেক মেয়েরা চলে যায় সহানুভূতি কুড়িয়ে। কিন্তু ছেলেদের ওই প্রকশ্যে কাঁদুনি গাওয়া চলে না। এই সমাজ সেটা শুনবেও না। তাঁরা একতরফা ভিকটিম হয়। এইসমস্ত কাঁদুনি বেঁচে যে সমস্ত শো হয়, সেগুলো বন্ধ করা উচিত’।