UPI পেমেন্টের জন্য সত্যিই কি গুনতে হবে এক্সট্রা চার্জ! জানুন আসল সত্য
UPI পেমেন্টের জন্য সত্যিই কি গুনতে হবে এক্সট্রা চার্জ

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ঘোষনা আগেই করে দিয়েছিল ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে কোনরূপ চার্চ লাগবে না। ফোন পে (Phone Pe), গুগল পে (Goggle Pe) এবং পেটিএম (Paytm) ইত্যাদির ক্ষেত্রে চার্জ দিতে হবে। তবে UPI পেমেন্টের ক্ষেত্রে কোনরূপ চার্জ দিতে হবে না। এই সকল বিষয়ে আরো বিস্তারিত আলোচনার জন্য আজকের প্রতিবেদনটি।
আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, আপনার অ্যাকাউন্টের ওয়ালেটে টাকা যদি থাকে। আপনি যদি ওয়ালেটের টাকা স্থানান্তরিত করাতে চান, তাহলে আপনি লেনদেনের জন্য একটি চার্জ কোম্পানির মারফত দিতে হবে। যদি Paytm wallet এর মত প্ল্যাটফর্ম থেকে ২০০০ টাকা বা বেশি পেমেন্ট ইউজ করা হলে ১.১ শতাংশ চার্জ ধার্য করা হবে।
তবে এই নিয়ম ব্যবসায়ীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। আপনার UPI এর পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি কাটা যাবে। ভারতে এখন ৯৯.৯ শতাংশ অনলাইন পেমেন্ট UPI এর মাধ্যমে করা হবে। কোন অ্যাপ Paytm, Phone Pe এবং Google Pay এই গুলির মধ্যে দিয়ে খুব সহজেই অর্থ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যায়। তবে যে কোন ডিজিটাল ওয়ালেটের মধ্যে দিয়ে যদি ২০০০ টাকার বেশি পেমেন্ট করা হয়, তাহলে চার্জ নেওয়া হবে।
আপনি যদি দোকানে কিউআর কোড (QR Code) স্ক্যান করে পাঁচ হাজার টাকা দিয়ে থাকেন। তাহলে আপনাকে কোনরকম চার্জ দিতে হবে না। কিন্তু আপনি যদি কিউআর কোড (QR Code) স্ক্যান করে ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে 4000 টাকা পেমেন্ট করে থাকেন, তাহলে সে ক্ষেত্রে আপনাকে দোকানের মালিককে চার্জ দিতে হবে না।