দেখুন বিশ্বের সবথেকে দামি আম, সুরক্ষার জন্য থাকে ৪ জন গার্ড, ৬ টি কুকুর

দেশের মন্ত্রীদের বা সেলিব্রেটিদের বা বিজনেসম্যানদের নিরাপত্তারক্ষী থাকে। কারন দেশের প্রভাবশালী ব্যক্তিদের বিপদ আনাচে-কানাচে লুকিয়ে থাকে। তাঁদের সুরক্ষা দেওয়ার জন্য নিরাপত্তারক্ষীকে রাখা হয়। শুধু নিরাপত্তারক্ষী নয়, তার সাথে ভয়ঙ্কর পোষ্য কুকুরও থাকে।

কিন্তু আপনি কখনো শুনেছেন, আম গাছের জন্য নিরাপত্তারক্ষী রাখা হচ্ছে। ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশ জব্বলপুরে। এখানে এক ব্যক্তির বাগানে আম গাছ পাহারা দেওয়ার জন্য ৪জন রক্ষীকে এবং ৬ জন ভয়ঙ্কর কুকুরকে রাখা হয়েছে। তারা দিনরাত্রি আম গাছের পাহারায় অবগত রয়েছে।

আরো পড়ুন- রচনা আনলেন টাকার গাছ

আসলে এটি হলো বিশেষ জাতের আম। একে বলা হয়ে থাকে মিয়াজাকি আম। গোটা বিশ্বের সবচেয়ে দামী ফলের মধ্যে এই আমটি। আমটির মূল্য জানলে, আপনি হয়রান হয়ে যাবেন। ১কেজি মিয়াজাকি আমের বাজারমূল্য ২ লক্ষ ৭০ হাজার টাকা। এই আমের উৎপাদনও খুবই কম।

এরকম আমগাছ জাপানে দেখা হয়ে যায়। এগুলোকে সূর্যের ডিম নামেও বলা হয়ে থাকে। এটি বিশ্বের সবচেয়ে দামি আমের মর্যাদা পেয়েছে। বেশ কিছু বছর আগে ওই বাগানের মালিক এবং তাঁর স্ত্রী চেন্নাইএ যাওয়ার জন্য ট্রেন সফর করার সময় একজন ব্যক্তির কাছে দুটো আমের চারা কিনেছিলেন। কিন্তু তাঁরা তখন এটা জানতেন না এগুলো পৃথিবীর সবচেয়ে দামি আম।

আমের চারাগুলো ওই দম্পতি তাদের বাগানে পুঁতে দিয়েছিলেন। বেশ কিছু বছর পর আম গাছগুলো যখন বড় হল, তখন তারা দেখলেন আমগুলো গাঢ় লাল রঙের হচ্ছে। এটা দেখে তাদের কৌতুহল হলো। তারা একটু রিচার্জ করার পর জানতে পারলেন এগুলো খুবই দামি আম। বিদেশে এরকম দামি আম উপহার হিসেবে দেওয়া হয়ে থাকে।

এখন দুটো চারা থেকে আম গাছে ৬ টি আম হয়েছে। এই আমগুলো কিনে নেওয়ার জন্য আম চাষীরা ও ব্যবসায়ীরা মোটা অঙ্কের টাকার প্রস্তাব দিয়েছিলেন ওই দম্পতিকে। একজন চাষী ওই আমের জন্য ২১ হাজার টাকা দিতে চেয়েছিলে। আরো একজন মুম্বাইয়ের ব্যবসায়ী, তিনি আরও অতিরিক্ত টাকা দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু ওই দম্পতি জানিয়েছেন তাঁরা এখন এই আম বিক্রি করবেন না। তাঁরা এই আম গুলো ব্যবহার করে আরো গাছ বাড়াবে তাঁদের বাগানে।