টুপির আড়ালে মুখ লুকানো, চেয়ারে ঘুষি! সেরাটা দিয়েও শেষরক্ষা করতে পারলো না ‘বিরাট’

দুর্দান্ত ফর্ম, ডাবল সেঞ্চুরি, আইপিএল (IPL) ইতিহাসে রেকর্ড সপ্তম সেঞ্চুরি। কিন্তু শেষ রক্ষা হলো না। আরও একবার ভেঙে গেল বিরাট কোহলি’র (Virat Kohili) স্বপ্ন, চুরমার হল RBC ভক্তদের হৃদয়। গত রবিবার একই সঙ্গে আনন্দ-বেদনায় কাবু হয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohili)। IPL ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক হয়েছেন তিনি। গ্যালারি থেকে স্ত্রী অনুস্কা, তার জীবনের আসল নায়ককে অবিরত চুমু ছুরছেন (Flying Kiss)। এত সুন্দর মুহূর্তের মধ্যেও বিরাট জানতেন না যে তাকে ম্যাচের পর টুপির আড়ালে মুখ লুকাতে হবে।
ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বলে পরিচিত এই তরুণ ক্রিকেটারের স্বপ্ন ভেঙে গেলো। ম্যাচের পর কোহলি’র (Virat Kohili) মুখের ভাবভঙ্গি বলে দিচ্ছিল হৃদয় ভাঙার বেদনা। সামনের চেয়ারে ঘুষি মেরে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার চোখও ছল ছল করছিল। এই আইপিএলে (IPL) দুর্দান্ত ফর্মে থেকেও কিছু করতে পারলেন না বিরাট।
চলতি IPL-এ সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ৬১ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কোহলি। তারপর, রবিবার গুজরাট টাইটান্সের (GT) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন তিনি। টানা দুই ম্যাচে পর পর সেঞ্চুরি করেও দলকে ‘প্লে অফ’-এ নিয়ে যেতে না পারার যন্ত্রণা তাকে কুরে কুরে খাচ্ছে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স (MI) ভাগ্যের কারণে চতুর্থ দল হিসেবে প্লে অফে উঠেছে।
— Gujarat Titans (@Gujrat_titans_) May 21, 2023
প্লে অফ-এ না থাকায় ক্ষুব্ধ আরসিবি ভক্তরা। দারুণ বিষণ্নতায় মাঠেই শুয়ে পরেন মোহাম্মদ সিরাজ। তারও চোখে জল ছিল। ম্যাচের পর বিরাটের প্রতিক্রিয়া দেখে নেটপাড়া সবচেয়ে বেশি অস্বস্তি অনুভব করেছিল। কিছুক্ষণ বসে থাকার পর তিনি শান্ত হন, তারপর মুখে হাসি নিয়ে মাঠে প্রবেশ করেন। এবং শুভমান গিলকে শুভেচ্ছা জানান।
পরবর্তীতে পুরো RCB দল মাঠে ঘুরে চিন্নাস্বামীর ভক্তদের ধন্যবাদ জানায়। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) এই ম্যাচে ব্যাটিং এবং বোলিং সব দিক থেকে দুর্দান্ত ছিল। শুধু, শুভমান গিলকে আটকানোর প্রচেষ্টায় ব্যর্থ হয়েছিল মোহাম্মদ সিরাজরা। এখানেই পিছিয়ে পরতে হয়েছিল আরসিবি’কে। এবার প্রচারণা শেষের পালা। অপেক্ষার আরেকটি বছর। আগামী ১৭ তম আইপিএলে হয়তো নতুন উদ্দামে দেখা যাবে ‘বিরাট’ বাহিনীকে।