বিড়ির ইংরেজি কী, ৯৯ শতাংশ মানুষই নাম বলতে খেয়ে যাচ্ছেন হিমশিম

বিভিন্ন বিজ্ঞাপন বা বিভিন্ন জায়গায় মানুষদের পরামর্শ দেওয়া হয় যে ধূমপান না করার জন্য। এমনকি সিগারেট বা বিরির প্যাকেটে পর্যন্ত এটি না খাওয়ায় পরামর্শ পরিণত করে দেওয়া থাকে। কিন্তু তা সত্বেও। মানুষ নেশা করা ছাড়ে না। আর ভারতে সিগারেটের পাশাপাশি বিড়িও অত্যন্ত জনপ্রিয়। শহরের থেকে গ্রামীণ এলাকায় মানুষ বেশি পরিমাণে বিড়ি খেয়ে থাকে। জানিয়ে দি যে সিগারেটের তুলনায় বিড়ি মানুষের শরীরকে বেশি ক্ষতিগ্রস্থ করে। গ্রামীণ এলাকায় সিগারেটের তুলনায় বিড়ি বেশি বিক্রি হওয়ার কারণ হলো দাম। কারণ বিড়ির দাম সিগারেটের থেকে অনেক কম হয়।

Bid-e

তবে আপনি কি জানেন বিড়িকে ইংরেজিতে কি বলা হয় ? ভারতে প্রচুর পরিমাণে লোক বিড়ি খেলেও খুব কম সংখ্যক লোক এর ইংরেজি নাম জানে। বিড়ি তৈরি করা অত্যন্ত সহজ হয় তাই অনেকে বিড়িকে হাতে তৈরি সিগারেট বলে। তাই অনেক গ্রামীণ মহিলা নিজেদের বাড়িতে বিড়ি তৈরি করে ও সেটি লোকালে বিক্রি করে। বিড়ির ভেতরে তামাককে সরাসরি পাতা বা কাগজের মধ্যে মুরে দেওয়া হয়।

সিগারেটের থেকে বিড়ি বেশি ক্ষতি করে কারণ বিড়িতে তামাককে ফিল্টার করা হয় না। ভারতে এর সর্বোচ্চ উৎপাদন হয় বাংলায়। এর বাজার বাংলায় অনেক বড় পরিমাণে রয়েছে। ইতিহাসের অনুযায়ী ১৭ শতকের পরে ভারতে বিড়ি আবিষ্কৃত হয়েছিল। আর এটি ১৯৩০ সালে ব্যবসার রূপ পেয়েছিল। আর ২০ শতকে এটি একটি ব্যবসায় পরিণত হয়। ভারতে প্রায় তিন মিলিয়ন মানুষ এর উৎপাদনে সক্রিয়। এখন ভারত থেকে বিদেশেও পাঠানো হচ্ছে বিড়ি।

Bid-e

ভারতে বিড়ি খুবই জনপ্রিয়। আর ভারতে বিড়ি বানানকে ইংরেজিতে নানাভাবে লেখা হয়। যেমন-BIRI, BEEDI এবং BIDI। কিন্তু প্রশ্ন হচ্ছে বিড়িকে ইঙ্গেরেজিতে কি বলা হয়? তাহলে জানিয়ে ইংরেজিতে বিড়িকে বিড়ি বলা হয় কিন্তু বানানটি লেখা হয় Bidi-e। কী অবাক হলেন? তবে এটাই সত্যি ইংরেজিতে বিড়ির বানান এরকমই লেখা হয়।