চাপ বাড়ল একাধিক মোবাইল সংস্থার, এবার Elon Musk ভারতে আনতে চলেছে Tesla PI Phone

আজ বিশ্বে বেশিরভাগ মানুষ স্মার্টফোনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। যত দিন যাচ্ছে স্মার্টফোন গুলো তত উন্নতিও হচ্ছে। এবার ইলন মাস্ক সুপার স্মার্টফোন বাজারে আনার ঘোষণা করলেন। তিনি স্মার্টফোনটার নাম দিয়েছেন টেসলার ফোন পি আই। আসুন বিস্তারিত জেনে নিন ইলন মাস্কের ফোনের ব্যাপারে।

টেসলা ফোন পি আই এর ডিসপ্লে:
ফোনে টিপি ও ডিসপ্লে হবে ৬.৬ ইঞ্চি। পিপি আই ডেনসিটি থাকবে ৫৭৫। ফোনটির ডিসপ্লে রিফ্রেশ রেট হবে ১৪৪। স্ক্রিন রেজুলেশন দেওয়া থাকবে ১৪৪০ * ৩১১০ পিক্সেল।

টেসলা ফোন পি আইয়ের হার্ডওয়্যার এবং ক্যামেরা:
১) ফোনটির ১৬ জিবি র‍্যাম হবে।
২) স্টোরেজ থাকবে ২৫৬/৫১২ জিবি/ ১ টিবি।
৩) মোবাইলটির চিপসেট থাকবে সন্যাপড্রাগন ৮৯৮

৪) ফোনটির এন্ড্রয়েড ভার্সন ১২। ফোনটি ৫ জি বিশিষ্ট।
৫)ফোনটি ইউ এস বি, টি জি ও টাইপ সি পোর্ট দেওয়া থাকবে ৩.২।
৬) অডিও জ্যাক ৩.৫ মিলিমিটার এবং ব্লুটুথ ৫.১।

৭) ফোনে ব্যাটারি আছে ৪৯৫০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি। ফার্স্ট চার্জিং জন্য থাকবে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জ। তাছাড়া ও সোলার চার্জ সিসেট থাকবে।
রোদ থেকে চার্জ নিতে সময় লাগবে ৩০ মিনিট।
৮) ফোনে স্টারলিংক থাকবে, বিশ্বের যে কোনো জায়গা থাকে ইন্টারনেটের সুবিধা পাবে। ডাউনলোড স্পিড পাবে ২১০ মেগা বাইট।

৯) ফোনে থাকবে নিউরোলিঙ্কের সিস্টেম। যেটি ভাববেন সেটি দেখা যাবে। মানে ইউটিউব ভাবলে ইউটিউব খুলে যাবে।

১০) ফোনে ক্যামেরা থাকবে ১০৮ মেগাপিক্সেল ওয়াইডের। টেলিফটো থাকবে ৮ মেগাপিক্সেলের।
আল্ট্রা ওয়াউড হবে ৫০ মেগাপিক্সেলের।

Tesla PI Phone এর বডি ফিচার:
ফোনটির ফ্রেম হবে স্টেইনলেস স্টীল। ফোনটিতে গরিলা গ্লাস ভিকটাস প্লাস  থাকবে। ফোনটির ওজন খুব বেশি নয় , ২২০ থেকে ২৩০ গ্রামের মধ্যেই হবে। ৮.১ মিলিমিটার মোবাইটির থিকনেস হবে।