এক চার্জেই দৌড়বে ৩০০ কিলোমিটার বাজারে এলো নতুন ইলেকট্রিক স্কুটার, পাগল করবে গাড়ির লুক ও ডিজাইন

যেহারে দিনে দিনে পেট্রোল ডিজেলের দাম ক্রমাগত উর্দ্ধগামী হয়ে উঠেছে, সেখানে বর্তমান সময়ের মানুষের কাছে বৈদ্যুতিক গাড়ির (electric scooter) চাহিদা বাড়ছে। আর এই বিষয়টা মাথায় রেখে, বিভিন্ন গাড়ির কোম্পানিও সম্প্রতি সময়ে বিভিন্ন ধরনের ইলেকট্রিক গাড়ি বাজারে আনছে। সেরকমই এই সময়ে অস্ট্রেলিয়ান টু হুইলার প্রস্তুতকারক কোম্পানি তাঁদের প্রথম ম্যাক্সি ইলেকট্রিক স্কুটারটি EICMA অটো শোতে পেশ করেছে, যার নাম Senmenti 0।
২০১৯ সালে নিজেদের প্রথম বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করেছিল অস্ট্রেলিয়ান টু হুইলার প্রস্তুতকারক সংস্থা Horween, যার নাম ছিল CR6 Pro। তবে মাত্র ৩০ মিনিটে ৮০ শতাংশ চার্জ হয়ে যাওয়া Horween-এর প্রথম ম্যাক্সি ইলেকট্রিক স্কুটারটি, Senmenti 0 400 V আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি একটি স্কুটার। এর ডিজাইন পাওয়ারট্রেন এবং স্পেসিফিকেশন অন্যান্য স্কুটার থেকে আলাদা এবং এটি আরোহীদের কছে খুবই বিশেষ।
কোম্পানি দাবি করেছে, ২.৫ সেকেন্ডে ১০০ কিমি প্রতি ঘণ্টায় গতি ধরতে সক্ষম এই গাড়িটি। তবে এই গাড়ির সর্বোচ্চ গতি ২০০ কিমি থাকলেও, গড় ৮০ কিমি গতিতে সর্বাধিক দূরত্ব কভার করবে। পাশাপাশি জানা গিয়েছে, এক চার্জে ৩০০ কিমি অতিক্রম করতে সক্ষম হবে এই গাড়ি।
Senmenti 0 গাড়িটিতে ৩০ টি সেন্সর এবং ক্যামেরা রয়েছে, যা রিয়েল টাইম তথ্য প্রদান করবে। এছাড়াও এই গাড়িতে এবিএস, অ্যান্টি স্লিপ সিস্টেম, টায়ার প্রেসার মনিটরিং, সংঘর্ষের সতর্কতাও থাকছে রাইডারদের ড্রাইভিং অভিজ্ঞতা উন্নত করার জন্য। তিনটি রাইডিং মোড সহ, হিটেগ গ্রিপস এবং কীলেস গো-এর মতো ফিচার, ট্র্যাকশন কন্ট্রোল, উত্তপ্ত আসন, TFT ডিসপ্লে, ব্লুটুথ সংযোগ এবং সামঞ্জস্যযোগ্য উইন্ডস্ক্রিনও রয়েছে এই গাড়িতে। তবে কম ব্যাটারির জন্য গতিবেগে খুব একটা পার্থক্য হবে না এই গাড়ির।