আরশোলার উপদ্রবে নাজেহাল? এখন ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে মুক্তি পান আরশোলার উপদ্রব থেকে

আরশোলার উপদ্রবে নাজেহাল! কিছুতেই পারছেন না তাড়াতে? তবে খুব সহজেই এবারে মুক্তি পেতে পারেন এই আরশোলা থেকে। আরশোলা বাসা বাঁধে মূলত নোংরা আবর্জনা থেকেই। তার পর গোটা বাড়িময় এদিক ওদিক করে বেড়ায়। চারিদিকে খাবার দাবারের উপর ঘুরে বেড়ায় আবর্জনায় থাকার ফলে জীবাণু বয়ে নিয়ে যেতে ওস্তাদ তারা। আরশোলা থেকে মুক্তি পেতে বেশির ভাগ মানুষই বাজারের কিছু স্প্রে ব্যবহার করে থাকেন। তবে খুব একটা তাতে সমাধান হয় তা নয়। তাই আপনি ব্যবহার করতে পারেন ঘরোয়া কিছু পদ্ধতি। এই পদ্ধতিতে আপনি খুব সহজেই পেতে পারেন আরশোলা থেকে মুক্তি। জেনে নিন বিস্তারিত।

চিনি ও বেকিং সোডার ব্যবহার :-

বেকিং সোডার যে গন্ধ তা থেকে শতহস্ত দূরে থাকে আরশোলা। তাই চিনি ও বেকিং সোডার একটি মিশ্রণ তৈরী করে নিন তারপর সেই মিশ্রণ ছড়িয়ে দিন আরশোলার যাতায়াত করার রাস্তায়। যেহেতু চিনি আছে সেই কারণে আরশোলা প্রথমে সেই গন্ধে আকৃষ্ট হয়ে সেখানে আসবে তারপর বেকিং সোডার গন্ধে বাড়ির বায়রে চলে যাবে আরশোলা।

বোরিক পাউডার :-

বোরিক পাউডার এমন এক দুর্দান্ত জিনিষ যা পোকামাকড় মারতে সেই প্রাচীনকাল থেকেই ব্যবহার হয়ে আসছে। এই বোরিক পাউডার হল আ্যাসিটিক এসিডের উপাদান। আপনি আরশোলা তাড়াতে চাইলে সেক্ষেত্রে আপনাকে তৈরী করে নিতে হবে একটি মিশ্রণ। ২ চামচ আটা বা ময়দা + ১ চামচ বোরিক পাউডার + ১ চামচ কোকো পাউডার। ভালো করে মিশিয়ে বাড়ির সমস্ত কোণায় ছড়িয়ে দিন টানা পর পর কয়েক সপ্তাহ দিলেই দেখবেন আরশোলা উধাও।

তেজপাতা :-

যেসমস্ত জায়গা গুলোতে বাড়ির আরশোলার উপদ্রব সেখানে তেজপাতা গুঁড়ো করে ছড়িয়ে দিন। তেজপাতার যে উগ্র গন্ধ সেই গন্ধ আরশোলা সহ্য করতে পারেনা। আপনি চাইলে এই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেই আরশোলা থেকে মুক্তি পেতে পারেন ।