মাঝপথেই MBA কোর্স ছেড়ে দিয়েছিলেন মুকেশ আম্বানি, অবাক করবে উনার ছেলে মেয়ের শিক্ষাগত যোগ্যতা

মুকেশ আম্বানি ও তার সন্তানদের এডুকেশন কলিফিকেশন

ভারত ও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন শিল্পপতি (businessman) মুকেশ আম্বানি (Mukesh Ambani)। শুধু তাই নয় মুকেশ আম্বানির (Mukesh Ambani) নাম গোটা পৃথিবীর ১০ জন সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ৭ নম্বরে রয়েছে। বলা যেতে পারে মুকেশ আম্বানি এই পৃথিবীর ধনী ও বিখ্যাত শিল্পপতিদের (Business man)মধ্যে অন্যতম। এছাড়া জানিয়ে দি মুকেশ আম্বানি ও তার পরিবার প্রায় তাদের ব্যবসা, ব্যক্তিগত জীবন ও বিশেষ করে লাক্সারি জীবনযাপনের জন্য আলোচনার বিষয় হয়ে থাকে। বলা যেতে পারে পৃথিবীতে এমন কোনো লাক্সারি বস্তু নেই যেটা আম্বানি পরিবারের কাছে নেই। সবচেয়ে দামি বাড়ি থেকে শুরু করে সবচেয়ে দামি গাড়ি পর্যন্ত সবকিছুই রয়েছে আম্বানি পরিবারের কাছে।

img 20220822 111042

তবে আপনি জেনে অবাক হবেন যে মুকেশ আম্বানি আজ পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম তিনি নিজের এমবিএ পড়াশোনা পর্যন্ত সম্পূর্ণ করেননি। অর্থাৎ মুকেশ আম্বানি একজন এমবিএ ড্রপআউট। যদিও মুকেশ আম্বানি একমাত্র নয় যিনি কলেজ ড্রপআউট করে এতো সফলতা অর্জন করেছেন, বেশিরভাগ ধনী ব্যক্তিদের ইতিহাসও একই কথা বলে।
মুকেশ আম্বানি মাটুঙ্গা ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশনের পড়া সম্পূর্ণ করেছিলেন। এর পর তিনি ক্যালিফোর্নিয়ার মর্যাদাপূর্ণ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করার জন্য ভর্তি হয়েছিলেন। কিন্তু মুকেশ আম্বানি তার এমবিএ কোর্স শেষ করতে পারেননি। আসলে তার বাবা ধিরুভাই আম্বানি (Dhiru Bhai Ambani) তাকে ব্যবসার কাজে যুক্ত হওয়ার জন্য ডেকে নিয়েছিলেন।

Isha Ambani

কলেজ ড্রপআউট হওয়া সত্ত্বেও, মুকেশ আম্বানি সারা বিশ্বের যুবকদের জন্য আজ একজন রোল মডেল। মুকেশ আম্বানি তার দক্ষতা দিয়ে বিশ্বে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন। তবে মুকেশ আম্বানি নিজে বেশি দূর পর্যন্ত পড়াশোনা না করতে পারলেও নিজের সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। চলুন জেনে নেওয়া যাক মুকেশ আম্বানির সন্তানেরা কতটা শিক্ষিত। মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানি (Isha Ambani) একই বিশ্ববিদ্যালয় থেকে একই কোর্স করেছেন যেই কোর্সের পড়াশোনা একসময় তার বাবাকে ছেড়ে দিয়ে ভারতে ফিরে যেতে হয়েছিল।

Akash Ambani

অর্থাৎ ইশা আম্বানি (Isha Ambani) ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন। আর এর আগে তিনি ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজি এবং সাউথ এশিয়ান স্টাডিজে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন। আর মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানি (Akash Ambani) মুম্বাইয়ের চ্যাম্পিয়ন স্কুল এবং ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে তার স্কুলিং করেছেন। তারপর পড়াশোনার জন্য আমেরিকায় যান। আকাশ আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতক করেছেন। আর স্নাতক শেষ করে তিনি তার পারিবারিক ব্যবসায় যোগ দেন।

Anant Ambani

এছাড়া মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত (Anant Ambani) আম্বানি তার প্রাথমিক শিক্ষা মুম্বাইয়ের ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে করেছেন। এরপর তিনিও বড় ভাই আকাশের মতো আমেরিকা চলে যান। অনন্ত আম্বানিও মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি থেকে স্নাতক পড়া সম্পূর্ন করেছেন। এছাড়া শ্লোকা মেহতা (Sloka Ambani)অর্থাৎ মুকেশ আম্বানির পুত্রবধূ ও আকাশ আম্বানির স্ত্রী নিউ জার্সির প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতক ডিগ্রি প্রাপ্ত করেছেন। এরপর তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে যান এবং সেখান থেকে আইন ও নৃবিজ্ঞানে পোস্ট গ্র্যাজুয়েশনের পড়া সম্পূর্ন করেছিলেন।

Sloka Ambani