শাহরুখ থেকে অমিতাভ এই ১০ বলিউড তারকাদের শিক্ষাগত যোগ্যতা জেনে চমকে যাবে টলিউড তারকারা পর্যন্ত

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির (Bollywood Film industry) ফিল্মের ভক্তরা ছড়িয়ে রয়েছে গোটা বিশ্বে। বলিউড ফিল্ম (Bollywood Film industry) প্রেমীরা সবসময় অধির আগ্রহে অপেক্ষা করে থাকে মুক্তিপ্রাপ্ত নতুন নতুন ফিল্ম দেখার জন্য। আর শুধু বলিউড ফিল্ম নয় সেখানে কাজ করা অভিনেতা-অভিনেত্রী (ACTOR-ACTRESS) ও অন্যান্য সেলিব্রিটিদের ভক্তরাও ছড়িয়ে রয়েছে দেশ-বিদেশে। ভক্তরা অপেক্ষা করে থাকে তাদের পছন্দের নায়ক-নায়িকার ফিল্ম দেখার জন্য ও তাদের পছন্দের অভিনেতা-অভিনেত্রীর জীবনের বিষয় খুঁটিনাটি জানার জন্য। সেটা অভিনেতা-অভিনেত্রীদের (ACTOR-ACTRESS) ফিল্ম সম্পর্কিত বিষয় হোক কিংবা পার্সোনাল লাইফ। এমনকি ভক্তরা তাদের পছন্দের অভিনেতা-অভিনেত্রীদের বিষয় ছোট থেকে ছোট জিনিস জানতে আগ্রহী থাকে। যেমন- তারা কি খাচ্ছে, কি পরছে, কোথায় যাচ্ছে, কি বলেছে ও কি কি স্বভাব রয়েছে তাদের, তাদের অতীত, তাদের শিক্ষা ইত্যাদি। তবে যদি শিক্ষার কথা বলা হয় লক্ষ্য করা হয়েছে যে বলিউডের বেশিভাগ অভিনেতা-অভিনেত্রীরা এক্টিং কেরিয়ার তৈরি করার জন্য পড়াশোনা অসুম্পূর্ণ ছেড়ে দিয়েছে। তাই বেশিরভাগ বলিউড সেলিব্রিটিরা খুব স্বল্প শিক্ষিত। তবে কিছু কিছু বলিউড অভিনেতা-অভিনেত্রী উচ্চ শিক্ষিত (High educated) রয়েছেন। আপনিও যদি বলিউড সেলিব্রিটিদের বিষয় খুঁটিনাটি জানতে পছন্দ করে থাকেন তবে এই আর্টিকেলটি শুধু আপনার জন্য। কারণ আজ আমরা এই আর্টিকেলে বলিউডের কিছু জনপ্রিয় অভিনেত্রীর শিক্ষাগত যোগ্যতার (Education qualification) বিষয় জানাবো। আজ আমরা এই আর্টিকেলে বলিউডের সবচেয়ে বেশি শিক্ষিত (Education qualification) ১০ অভিনেতা-অভিনেত্রীরা কারা তাদের বিষয় জানাবো। আসুন দেখেনি তালিকাটি।

১) অমিতাভ বচ্চন: বলিউডের বিগবি নামে পরিচিত প্রবীণ ও জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন বলিউডে সেই ৭০ দশক থেকে এখনো পর্যন্ত রাজত্ব করে চলেছে। তিনি বলিউড ও এই দেশের কতটা জনপ্রিয় ও দ্বিগজ অভিনেতা সেটা আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজন পরে না। তবে জানিয়ে দি অমিতাভ একজন ভালো অভিনেতা হওয়ার সাথে একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি। অভিনয়ের বাইরে পড়াশোনায়ও বেশ মেধাবি ছিলেন তিনি। নৈনিতালের শেরউড কলেজ থেকে স্নাতক পাশ করেছিলেন ও এরপর কিরোরি মাল কলেজ থেকে কলা ও বিজ্ঞানে দুটিতে ডাবল মেজর করেছিলেন। আর অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে সম্মানসূচক হিসেবে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছিল।

২) শাহরুখ খান: বলিউডের বাদশা বা কিং খান বলিউডের কতটা জনপ্রিয় ও দ্বিগজ অভিনেতা তার আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। তিনি ৯০ দশক থেকে এখনো পর্যন্ত বলিউডে রাজত্ব করে চলেছেন কিন্তু অভিনয়ের বাইরে তিনি একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি। তিনি সেন্ট কলম্বিয়াস স্কুল থেকে স্কুলিং করেসিছিলেন এবং হংসরাজ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক পাশ করেছিলেন। মাস কমিউনিকেশনের ডিগ্রির জন্য জামিয়া মিলিয়া ইসলামিয়াতে পড়াশোনা করার জন্য ভর্তিও হয়েছিলেন তিনি। তবে এই কোর্স শেষ হওয়ার আগেই অভিনয়ে জগতে প্রবেশ করে ফেলেন শাহরুখ।

৩) জন আব্রহাম: বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা ইনি। তবে অভিনয়ের বাইরে ইনি একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি। নরসি মঞ্জি কলেজ অফ ম্যানেজমেন্ট স্টাডিজের ছাত্র ছিলেন অভিনেতা। সেখান থেকে তিনি এমবিএ ডিগ্রি অর্জনু করেছিলেন। তারপর বম্বে স্কটিশ স্কুল থেকে পড়াশোনা সম্পন্ন করেছিলেন তিনি। আর জয় হিন্দ কলেজ থেকে অর্থনীতিতে ডিগ্রি রয়েছে তার।

৪) বিদ্যা বালন: বলিউডের সবচেয়ে ট্যালেন্ট ও সুন্দরী অভিনেত্রীদের তালিকায় থাকা একটি নাম হলো বিদ্যা বালন। তবে অভিনয়ের মতো তিনি পড়াশোনার ক্ষেত্রেও বেশ মেধাবী ছিলেন। তিনি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে সমাজবিজ্ঞানে স্নাতক পাশ করেছেন বিদ্যা। অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার আগে মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন তিনি।

৫) আয়ুষ্মান খুরানা: আজ বলিউডের সবচেয়ে জনপ্রিয়, ডিমান্ডিং ও হাইপেড অভিনেতাদের মধ্যে অন্যতম ইনি। অভিনয়ের মতো পড়াশোনায় অনেক ভালো ছাত্র ছিলেন আয়ুষ্মান। ইনি ডিএভি কলেজ, চণ্ডীগড় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। এছাড়া তিনি চণ্ডীগড়ের স্কুল অফ কমিউনিকেশন স্টাডিজ থেকে মাস কমিউনিকেশনে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন।

৬) পরিণীতি চোপড়া: বলিউডের একজন নাম করা অভিনেত্রী ইনি। এছাড়া অভিনয়ের বাইরে পড়াশোনায় দুর্দান্ত ছিলেন বরাবর তিনি। যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে বিজনেস, ফিনান্স এবং ইকোনমিক্সে ট্রিপল অনার্স ডিগ্রী রয়েছে অভিনেত্রীর।

৭) সোহা আলী খান: বলিউডে অভিনেত্রী হিসেবে কাজ করেছেন ইনি তবে খুব একটা সফলতা অর্জন করতে পারেননি কেরিয়ারে। এখন ইনি সেইফ আলী খানের বোন ও শর্মিলা ঠাকুরের মেয়ে হিসাবে বেশি পরিচিত। তবে অভিনয় জগতে সফলতা অর্জন করতে না পারলেও শিক্ষার দিক থেকে অনেক এগিয়ে রয়েছে সোহা। তিনি একজন উচ্চ শিক্ষিত মহিলা। শর্মিলা ঠাকুর এবং টাইগার পতৌদির কন্যা পতৌদি রাজকুমারী সোহা অক্সফোর্ডের ব্যালিওল কলেজ থেকে আধুনিক ইতিহাসে স্নাতক। এছাড়াও যুক্তরাজ্যের লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তাঁর।

৮) রণদীপ হুডা: আজ এনার আলাদা করে পরিচয়ের দরকার পরে না কারণ ইনি বলিউডের সবচেয়ে ট্যালেন্টেড ও জনপ্রিয় অভিনেতা। তবে শুধু অভিনয় নয় পড়াশোনার দিক দিয়েও তিনি মেধাবী ও উচ্চ শিক্ষিত। তিনি অস্ট্রেলিয়া থেকে মার্কেটিং-এ স্নাতক এবং বিজনেস ম্যানেজমেন্ট এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তাঁর।

৯) বরুন ধাওয়ান: বলিউডের হার্টথ্রোব ও বলিউডের জনপ্রিয় অভিনেতা বরুন। তিনি অভিনয়ের বাইরে একজন উচ্চ শিক্ষিত ব্যক্তিও বটে। তিনি যুক্তরাজ্যের নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি থেকে বিজনেস ম্যানেজমেন্টের ডিগ্রি অর্জন করেছেন।

১০) সারা আলী খান: সেইফ আলী খান ও অমৃতার মেয়ে সারা আজ বলিউডের সফল অভিনেত্রী হিসেবে পরিচিত। তবে তিনি সফল অভিনেত্রীর পাশাপাশি একজন উচ্চ শিক্ষিত মহিলাও বটে। তিনি মুম্বইয়ে বেসান্ট মন্টেসরি স্কুল থেকে তাঁর স্কুলিং, ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের উপর ডিগ্রি অর্জনে নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।