পরের সপ্তাহে ৮০০ কোটিতে পৌঁছাবে পৃথিবীর জনসংখ্যা, নতুন রেকর্ড গড়ার মুখে ভারত

৮০০ কোটিতে পৌঁছাবে পৃথিবীর জনসংখ্যা

বিশ্বায়নের পাশাপাশি বিশ্বব্যাপী খুব দ্রুত হারে জনসংখ্যা বাড়ছে। এই মুহূর্তে সমগ্র বিশ্বের মোট জনসংখ্যা ৭৬০ কোটি। এভাবে জনসংখ্যা বাড়তে থাকল আগামী ২০৫০ সালে বিশ্বের জনসংখ্যা ৯০০ কোটি পার করবে। যাকে জনবিস্ফোরণ বলে ব্যাখ্যা করছেন বিশেষজ্ঞরা। জনসংখ্যা বৃদ্ধির (Population Growth) সঙ্গে বিশ্ব উষ্ণায়ন, গ্রিন হাউস এফেক্ট, প্রাকৃতিক সম্পদের ক্রমহ্রাসমানতার যোগ রয়েছে। এভাবে জনসংখ্যা বাড়তে থাকলে পৃথিবীতে দারুণ প্রভাব দেখা দেবে। আগামী ২০৮০ সালে বিশ্বের জনসংখ্যা কত হতে পারে? এ নিয়ে জাতিসংঘ রিপোর্টে (United Nations Report) প্রকাশ করেছে। প্রতিবেদন থেকে বিস্তারিত তথ্য জেনে নিন।

Indian population

আগামী দশকগুলিতে বিশ্বের জনসংখ্যা ধীর গতিতে এবং আঞ্চলিক বৈষম্য সহ বাড়বে।জাতিসংঘের জনসংখ্যা বিভাগ একটি রিপোর্ট পেশ করেছেন, যেখানে বলা হচ্ছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বিশ্বের জনসংখ্যা হবে আট মিলিয়ন। যা ১৯৫০ সালের তুলনায় তিনগুন বেশি। ২০৩০ সালে বিশ্বব্যাপী জনসংখ্যা হবে ৮.৫ বিলিয়ন। যা ২০৫০ এ গিয়ে দাঁড়াবে ৯.৭ বিলিয়নে। ২০৮০ সালে বিশ্বের মোট জন সংখ্যা হবে ১০.৪ বিলিয়ন। ২০৬৪ সালে বিশ্বব্যাপী জনসংখ্যা সর্বাধিক হবে। তবে ২১০০ সালে জনসংখ্যা ৮.৮ এ নেমে আসবে।

জাতিসংঘের মতে গত সালে গড় প্রজনন হার ছিল ২.৩ শিশু প্রতি মহিলা। যা আগামী ২০৫০ সালে ২.১-তে নেমে আসবে। ফলে ৬৫ বছরের বেশি বয়সী মানুষের অনুপাত ২০৫০ সালে ১৬% বৃদ্ধি পাবে। যা বাজার এবং জাতীয় পেনশন সিস্টেমের উপর প্রভাব ফেলতে পারে। জাতিসংঘের মতে, আগামী ২০৫০ সালে জনসংখ্যা বৃদ্ধির অর্ধেকেরও বেশি হবে মাত্র আটটি দেশ থেকে। এর মধ্যে রয়েছে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, মিশর, ইথিওপিয়া, ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন এবং তানজানিয়া।

China population

জাতিসংঘের মতে, আগামী বছরে জনসংখ্যার নিরিখে বিশ্বে এগিয়ে থাকবে এশিয়ার দুটি দেশ ভারত (India) ও চীন (China)। তবে শতাব্দীর শেষ দিকে চীনের জনসংখ্যা হ্রাস পেতে শুরু করবে। যেখানে ২০৫০ সাল নাগাদ চীনের জনসংখ্যা ১.৪ বিলিয়ন থেকে নেমে আসবে ১.৩ বিলিয়নে। অন্যদিকে জনসংখ্যার দিক থেকে ভারত চীনকে ঝাঁপিয়ে যাবে। ২০৫০ সাল নাগাদ ভারতের জনসংখ্যা হবে ১.৭ বিলিয়ন। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় সর্বাধিক জনবহুল দেশে পরিণত হবে