“কেউ ঘুষ দিতে এলে আমাকে অভিযোগ জানাবেন”- বলা DSP নিজেই ঘুষ নিয়ে হলেন গ্রেফতার

প্রায়শই কেউ যখন ভাষণ দেন, তখন তিনি মূলত শুভ পথে জীবনকে পরিচালিত করার পরামর্শ দেন। সৎ কাজ করা উচিত, ঘুষ নেওয়া অপরাধ ইত্যাদি নানা ভাষণ ভারতীয় সমাজে প্রায়শই শোনা যায়। । এমন এক লম্বা চওড়া ভাষণ দিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনলেন রাজস্থানের ডি এসপি।

এক অনুষ্ঠানে রাজস্থানের ডিএসপি মিনার লম্বা চওড়া ভাষণ দেওয়ার ঠিক ১ ঘন্টা পরে তাঁর আসল রূপ সবার সামনে এল। ওই অনুষ্ঠানে এসিবি অফিসার, জেনারেল অফিসার এবং সাধারণ মানুষ ছিলেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছিলো রাজস্থানের মাধুপুরে। ডি এসপি মিনা তাঁর বক্তৃতায় সাধারণ জনসাধারণ উদ্দেশ্য বলেছিলেন, ‘কেউ আপনাদের ঘুষ দিতে বললে আপনাড়া ১০৬৪ এ কল করে
আমাদের জানাতে পারেন।’ শুধু তাই নয় তিনি হোয়াটস আপ নম্বরও দিয়েছিলেন।

কিন্তু তাঁর ভাষণ দেওয়ার ১ঘন্টা পরেই তাঁর ঘুষ নেওয়ার কীর্তি কলাপ সবার সামনে আসলো। ডিএসপি মিনা রাজস্থানের একজন সাধারণ নাগরিক এর কাছ থেকে ৮০ হাজার টাকা ঘুষ নিয়েছেন। যে ব্যক্তি টাকা দিয়েছিলেন তিনি জেলা পরিবহনের কর্মকর্তা হিসেবে কাজ করতেন। এরপর ডি এসপি মিনাকে গ্রেফতার করা হয়েছে এবং যিনি ঘুষ দিয়েছেন তাকেও গ্রেফতার করা হয়েছে। এই প্রথমবার ACP, RSP স্তরের অফিসারকে গ্রেফতার করে ধরে নিয়ে গেলেন। ডি এসপি মিনার বাড়ি থেকে জমির কাগজ পত্র এবং ১ লাখ ৬১ হাজার টাকা পাওয়া গিয়েছে।