৪৬ বছর আগে চলতো কলকাতা থেকে চলতো লন্ডনের বাস, আবাও ফিরতে চলেছে সেই বাস রুট

কম বেশি মানুষের মধ্যে নতুন জায়গা ঘুরে দেখার ইচ্ছে দেখা থাকে। তাই তারা দেশে-বিদেশে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকেন। অনেক মানুষ বিদেশে গিয়ে সেখানকার সংস্কৃতি, খাবার এবং জীবনযাত্রা সম্পর্কে জানতে খুবই আগ্রহী হন। বিদেশ যেতে গেলে বিমানে সফর করা সবচেয়ে সুবিধাজনক মাধ্যম ।

বিমানে গেলে শুধুমাত্র যাত্রীরা আকাশের দৃশ্য দেখতে সক্ষম হন, তাই বিমানটি যে শহর বা দেশের উপর দিয়ে উড়ে যাচ্ছে, সেখানে সুন্দর সুন্দর দৃশ্য যাত্রীদের আর দেখা হয়ে উঠেনা। তবে এবার থেকে সেইসব সুন্দর দৃশ্য গুলো আপনিও উপভোগ করতে পারবেন। এবার সরাসরি আপনিও ভারত থেকে লন্ডন বাসে ভ্রমন করতে পারবেন। খুব শীঘ্রই সেই বাস সার্ভিস চালু হয়ে যাবে।

ভারতের রাজধানী দিল্লি থেকে বাসটির পরিষেবাটি পাওয়া যাবে। ভারত থেকে ইউরোপ যেতে যে দেশগুলি পড়বে, সেই দেশগুলির অভিজ্ঞতাও মানুষ এবার থেকে নিতে পারবেন। কিন্তু বিমানে গেলে শুধুমাত্র আকাশের দৃশ্য ছাড়া আর কিছুই দেখা সম্ভব হয় না। তাই এই বাস সার্ভিস চালু হওয়ার পর বিভিন্ন দেশ ও শহরের দৃশ্য উপভোগ করতে পারবেন যাত্রীরা।

খবর অনুযায়ী, বাসটি দিল্লি থেকে লন্ডনে যাতায়াত করবে। যা চলতি বছরের সেপ্টেম্বর মাসে শুরু হওয়ার কথা রয়েছে। বর্তমানে এই বাসটি চালু হওয়ার জন্য ভারত ও মায়ানমারের সীমান্তএর চলাচল স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করছে। স্বাভাবিক হয়ে গেলে, যাত্রীরা দিল্লি থেকে লন্ডন সরাসরি যাত্রা করতে পারবেন। এই বিলাসবহুল বাসে দীর্ঘ যাত্রা করল যাত্রীদের কোন অসুবিধা হবে না। যাত্রীদের বাসের পরিষেবার জন্য দিতে হবে ২০ হাজার ডলার অর্থাৎ ১৫ লাখ টাকা।