না কাগজ দিয়ে তৈরি হয় না ভারতীয় নোট, Indian Currency নির্মাণে ব্যবহৃত হয় এই পদার্থ

আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, টাকার (Money) নোট পকেটে রাখলে বা জলে ভিজে গেলেও সহজে ছিড়ে যায় না। টাকার নোট যদি কাগজের তৈরি হত, তাহলে ভিজে গেলেই সেটা সহজেই ছিড়ে যেত। কিন্তু এমনটা হয়না। আসলে টাকার নোট কাগজের তৈরি হয় না। অন্যরকম ভাবে তৈরি হয়ে থাকে। আজ সেই বিষয়ে আপনাদের জানাব। আসুন বিস্তারিত জেনে নিন।

Money

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India) টাকার নোট কাগজের পরিবর্তে কটন ব্যবহার করে থাকে। এইজন্য টাকার নোট হালকাও হয়ে থাকে। টাকার নোট টেকসই হওয়ার প্রধান কারণ হলো , কটন ব্যবহার করার জন্য। আপনাদের জানিয়ে রাখি, শুধু ভারতীয় টাকা ( Indian Currency) নয়, ভারতের বাইরে একাধিক দেশেও নোট তৈরি করার জন্য কটন ব্যবহার করে থাকে।

ভারতীয় নোট জাল বের করে কেউ প্রতারণা করতে না পারে, সেকারণে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নোট বিষয়ক কোন তথ্য বাইরে প্রকাশ করে না। নোটে কত পরিমাণ তুলো, নিলেন বা অন্যান্য জিনিস ব্যবহার করা হয়ে থাকে, সেটা আরবিআই (RBI) তরফ থেকে গোপন রাখা হয়ে থাকে। নাহলে ভারতীয় অর্থনীতি ক্ষতির সম্মুখীন হতে পারে।

Reserve Bank of India

ভারতীয় টাকার নোট বিভিন্ন রঙের হয়ে থাকলেও তা নমনীয় হয়ে থাকে। তবে টাকার নোট পকেটে রাখলে তা কিন্তু ছিড়ে যায় না। আমেরিকার নোটে তেও কটন ব্যবহার করা হয়ে থাকে। ভারতীয় নোট ছাপাতেও লেনন, তুলো ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে।