ভুল করেও Google এ সার্চ করবেন না এই ৩ টি জিনিস, যেতে হতে পারে জেল

ইন্টারনেটের(Internet) যুগে কোন কিছু খোঁজার জন্য প্রথমেই মাথায় আসে গুগল। এখানে সার্চ করলেই সহজেই আপনি আপনার ইনফর্মেশন পেয়ে যান। তবে অনেকে অনেক ভুলভাল তথ্য সার্চ করে থাকে। আর এটেই ঘটে বিপত্তি। গুগলে(Goggle) কিছু জিনিস সার্চ করার ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। এসব জিনিস সার্চ করলে আপনাকে বড়োসড়ো রকমের ক্ষতিপূরণ দিতে হতে পারে। আজ আপনাদের এরকমই কিছু জিনিসের কথা বলব, যেগুলো ভুল করেও আপনি গুগলের সার্চ করবেন না।

১. চাইল্ড পর্নোগ্রাফি সম্পর্কিত অনুসন্ধান :

এই শব্দের অর্থ হলো বাচ্চাদের সম্পর্কিত পর্নোগ্রাফি অনুসন্ধান। যদি আপনি এই সংক্রান্ত পর্নোগ্রাফি গুগলে অনুসন্ধান করেন, তবে তা আপনার জন্য হতে চলেছে ঝুঁকিপূর্ণ। আপনাকে জানিয়ে রাখি, ভারত সরকার চাইল্ড পর্নোগ্রাফি নিয়ে বেশ জোরালো আইনি পদক্ষেপ নিয়েছেন। যেখানে আপনাকে POSCO আইন দ্বারা জেলের হওয়াও খেতে হতে পারে। আপনাকে আরও জানিয়ে রাখি, গুগলে আপনি যদি এমন কিছু অনুসন্ধান করতে গিয়ে ধরা পড়েন তবে আপনার ৫ থেকে ৭ বছরের জেলও হতে পারে।

২. বোমা তৈরি করার পদ্ধতি অনুসন্ধান :

যদি আপনি এই সংক্রান্ত কোনো তথ্যের জন্য গুগলে অনুসন্ধান করেন, তাহলে আপনি বিপদে পড়তে পারেন। এমন কোনো তথ্য সার্চ করার কারণে আপনি সিকিউরিটি এজেন্সির নজরদারিতে পড়বেন। তারপর আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে।

৩. গর্ভপাত সম্পর্কে অনুসন্ধান :

গর্ভপাত কিভাবে করতে হয় বা এই সংক্রান্ত কোনো রকম বেআইনি তথ্য যদি আপনি গুগলে সার্চ করেন। তবে জেনে রাখুন সেটি হবে আপনার জন্য ঝুঁকি পূর্ণ। প্রসঙ্গত জানিয়ে রাখি, ভারত সরকার এটি নিয়ে খুবই কঠোর আইন করেছেন। তাই এই সংক্রান্ত তথ্য সার্চ করার আছে একটু ভাববেন, নয়তো তা আপনার জন্য বিপদের হতে পারে ।