বাজেট হচ্ছে ৫ টা ‘বাহুবলি’র সমান! ধামাকাদার সিনেমা নিয়ে আসছে এস এস রাজামৌলি

দক্ষিণি পরিচালক এসএস রাজামৌলির (S. S. Rajamouli) ভক্তদের জন্য রয়েছে একটি দুর্দান্ত সুখবর। এই প্রবীণ পরিচালক এবার বিশাল বাজেটের গল্প নিয়ে মাঠে নেমেছেন। জানা গিয়েছে, তাঁর পরবর্তী চলচ্চিত্রের বাজেট এতটাই বেশি, যা দিয়ে ‘বাহুবলী’র মত ৫ টা চলচ্চিত্র তৈরি করা যাবে।
রিপোর্ট বলছে, পরিচালক এসএস রাজামৌলি এবং অভিনেতা মহেশ বাবু (Mahesh Babu) খুব শীঘ্রই একসঙ্গে জুটি বেঁধে পর্দা কাঁপাতে চলেছেন। ২০২৩ সালের শেষের দিকে শুরু হবে এই চলচ্চিত্রের ওয়ার্কশপ। বিভিন্ন বিভাগের জন্য আগামী ছয় মাস ধরে চলবে পরিচালকের আগামী চলচ্চিত্রের এই ওয়ার্কশপ।
উচ্চ-স্তরের ভিএফএক্স, ভিএফএক্স কম্পোজিশন, সবুজ ম্যাটের ব্যবহার ছাড়াও বেশকিছু বিশেষ বিষয় থাকছে পরিচালকের এই চলচ্চিত্রে। এবিষয়ে এসএস রাজামৌলি গত বছর আমেরিকান মিডিয়াকে জানিয়েছিলেন, ‘আমার পরবর্তী চলচ্চিত্র মহেশ বাবুর সঙ্গে। তেলেগু সিনেমার একজন বড় তারকা তিনি। ইন্ডিয়ানা জোন্সের আদলে এটি একটি অ্যাডভেঞ্চার ফিল্ম। আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে এই চলচ্চিত্রের সাময়িক নাম রাখা হয়েছে ‘SSMB28 (SSMB29)’। ‘SSMB 28’-এ এছাড়াও পূজা হেগড়ে, শ্রীলীলা, জগপতি বাবু এবং এখন অভিনেতা জয়রামও রয়েছেন এই চলচ্চিত্রে’।
জানিয়ে রাখি, এই চলচ্চিত্রের প্রযোজনার ভার নিয়েছেন প্রখ্যাত প্রযোজক কে এল নারায়ণ তাঁর ব্যানারে শ্রী দুর্গা আর্টস। ৮০০ কোটি টাকা বরাদ্দ করা এই চলচ্চিত্র পরিচালনা করার পাশাপাশি চিত্রনাট্যও লিখতে চলেছে রাজামৌলি। জানা গিয়েছে, তেলেগু, হিন্দি, তামিল, মালায়লাম, কন্নড় এবং অন্যান্য ভারতীয় ও বিদেশী ভাষায় মুক্তি পেতে পারে এই চলচ্চিত্র। সবকিছু ঠিকঠাক থাকলে, দক্ষিণের বিনোদন দুনিয়ায় এটিই হবে সর্বাধিক বাজেটের চলচ্চিত্র।