টিন-ভাঙ্গা,লোহা ভাঙ্গা কেনা ব্যক্তি কিনলেন ৬ টি হেলিকপ্টার, কপ্টার দেখতে ভিড় লাগালে গ্রামের মানুষজন

কিছু মানুষ পুরনো জিনিসপত্র কেনেন শখের জন্য। আবার অনেকে কেনেন সেগুলি বেশি দামে বিক্রি করার জন্য। কিন্তু আপনি কখনো শুনেছেন এয়ারফোর্স হেলিকপ্টারও নিলাম করা হচ্ছে? আবার সেটা আবার কেউ লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনেছেন।

সম্প্রতি উত্তরপ্রদেশের সারাহানপুর জেলার সারসাওয়া এয়ারওয়েজ স্টেশনে স্ক্র্যাপ করা কিছু হেলিকপ্টার নিলামে উঠেছিল। তবে নিলামটি উঠেছিল অনলাইনে। ডিম্পল অনলাইনেই নিলামে অংশগ্রহণ করে হেলিকপ্টার গুলো কিনেছেন।

ডিম্পল অরোরা হলেন পাঞ্জাবের মনসার বাসিন্দা। তাঁর বাবা ১৯৮৮ সালে স্ক্র্যাপের ব্যবসা শুরু করেন। এখন ডিম্পল সামলাচ্ছেন ব্যবসাটা। তিনি দেশের বিভিন্ন জায়গা থেকে স্ক্র্যাপট মাল কিনে অন্যত্র বিক্রি করেন।

তিনি ৬ টি হেলিকপ্টার প্রথমে ১২ লক্ষ টাকা দিয়ে কেনেন। পরে আরো ৭২ লক্ষ টাকা তাঁকে দিতে হয়। ট্রলিতে করে আনার জন্য ট্রলির খরচ বাবদ ৭৫ হাজার টাকা করে দিতে হয়। যদিও ডিম্পলের ৩ টি হেলিকপ্টার ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। গ্রামের মানুষেরা হেলিকপ্টারের সাথে ফটো তোলার জন্য প্রতিদিন ভিড় জমাচ্ছে।