গয়না বন্ধক রেখে বাগেশ্বর ধামের দরবারে পৌঁছলেন দরিদ্র, মুখ দেখেই মনের কথা বলে দিলেন ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী

বাগেশ্বর ধামের গল্পকার পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী (Dhirendra Krishna Shastri) বর্তমান সময়ে সংবাদ শিরোনামে রয়েছেন। বাগেশ্বর ধাম হল মধ্যপ্রদেশের ছতারপুর জেলার গড়হা গ্রামে অবস্থিত হনুমানজির একটি মন্দির। লোকেরা তাঁদের নিজস্ব সমস্যা নিয়ে বাগেশ্বর ধামের দরবারে পৌঁছায় এবং ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী মানুষের সমস্যা শোনেন এবং তাঁদের সমাধান ব্যাখ্যা করেন।

অনেক সময় যখন মানুষ ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর কাছে তাঁদের সমস্যার কথা বলেন, তখন তিনি নিজেই মানুষের সমস্যার কথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন। বাগেশ্বর ধাম সরকারের ভিডিওগুলি প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যাতে আমরা সবাই দেখি যে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী মানুষের সমস্যার সমাধান ব্যাখ্যা করেন।

img 20230319 220151

এদিকে, সম্প্রতি বাগেশ্বর ধাম সরকারের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী তাঁর দরবারে এক দরিদ্র মহিলার মনের কথা তিনি নিজেই বলে দিলেন। শুধু তাই নয়, ওই মহিলার মনের কথা শুনে তাঁকে বেশকিছু পরিমাণ অর্থ সাহায্যও করলেন।

আসলে, সম্প্রতি বাগেশ্বর ধাম সরকারের আসরে পৌঁছেছিলেন এক মহিলা। ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী সেই মহিলাকে মঞ্চে ডেকে মাইক হাতে ধরিয়ে দিয়ে নিজের কথা বলতে বলেন। মহিলা বলেন, ‘আমরা খুবই গরীব। এমনকি এখানে আসার টাকাও নেই আমার কাছে। আমার চাকরী হারিয়ে ভগবানের দরজায় দরজায় ঘুরছি। এখন নিজের গহনা বন্ধক রেখে এখানেই এসেছি’।

মহিলার কথা শোনার আগেই এক পুস্তিকা বের করে রেখেছিলেন ধীরেন্দ্র শাস্ত্রী। মহিলার কথা শেষ হয়ে গেলে, তিনি সেই পুস্তিকা বের করে ওই মহিলাকে দেন। দেখা যায়, তাতে একই কথা লেখা রয়েছে।  এরপর ওই মহিলাকে তাঁর সমস্যার সমাধান বলে দেন তিনি। সেইসঙ্গে তাঁকে কিছু টাকা দিয়েও সাহায্য করেন ধীরেন্দ্র শাস্ত্রী।

জানিয়ে রাখি, আগামী ১৮ ই মার্চ বিকেল ৪ টায় সেন্ট্রাল পার্ক গ্রাউন্ড, এসকে স্টোন, মিরা রোডে পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর পরবর্তী আসর বসতে চলেছে। এরপর ১৯ শে মার্চ সনাতন ধর্ম নিয়ে আলোচনা করবেন তিনি।