মাত্র ৩১ বছর বয়সে মারা যায় মা, সেই মায়ের স্মরণে লেখা ছেলের চিঠি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল

একটা সময়ে বলিউডে সুন্দরী নায়িকাদের মধ্যে ছিলেন স্বর্গীয় নায়িকা স্মিতা প্যাটেল। তিনি শুধু সুন্দরী ছিলেন না একজন প্রতিভাবন ও দক্ষ অভিনেত্রীও ছিলেন। যদিও খুবই কম বয়সে তিনি মারা যান। ৩৪ তম মৃত্যু বার্ষিকীতে তাঁর ছেলে অভিনেতা প্রতীক বব্বর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মায়ের শ্রদ্ধা জানিয়ে, মায়ের সম্বন্ধে এমন কিছু লিখেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই লেখা দেখে আবেগে প্রাণ ভাসালেন নেটজনতারা।

পুনের এক মারাঠা পরিবারে স্মিতা পাঠেল জন্ম গ্রহণ করেন। তিনি তাঁর পেশাগত জীবন শুরু করেছিলেন দূরদর্শনের সংবাদের পাঠিকা হিসেবে। তিনি সাংবাদিকতার পাশাপাশি আলোকচিত্রী হিসেবে কাজও করেছেন। তিনি দেখতেও খুবই সুন্দরী ছিলেন।

চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল, স্মিতাকে আলোকচিত্রী হিসেবে কাজ করার সময় দেখে তাঁর মুভির জন্য নায়িকা হিসেবে নির্বাচন করেন। এরপরই স্মিতা প্যাটেল সিনেমা জগতে নায়িক হিসেবে প্রবেশ করেন।

তিনি প্ৰথম সিনেমা করেছিলেন, শ্যাম বেনেগোল পরিচালনায় ” চরণ দাস চোর ” এর পর তিনি ” মন্থন, আক্রোশ, চিদাম্বরাম, মির্চ মশলা” প্রমূখ সিনেমাই অভিনয় করেছিলেন। তিনি জনপ্রিয় পরিচালক সত্যজিত রায় এবং মৃনাল সেনের সাথে কাজ করেছেন।

স্মিতা প্যাটেল বিবাহ করেছিলেন অভিনেতা রাজ বব্বরকে। কিন্তু তাঁর সন্তান হওয়ার দু সপ্তাহের মধ্যে জন্ম সংক্রান্ত জটিলতার জন্য তিনি মারা যান। তিনি মারা গেছিলেন ১৯৮৬ সালে ১৩ই ডিসেম্বর, মাত্র ৩১ বছর বয়সে।

 

তাঁর সন্তান প্রতীক বব্বরও আজ বড় অভিনেতা। কিন্তু তিনি নিজেই বলেন, মায়ের ভালোবাসা না পেলেও তাঁর সবথেকে কাছের মানুষ হলেন তাঁর মা। মায়ের ৩৪ তম মৃত্যু বার্ষিকীকেতে সোশ্যাল মিডিয়ায় মায়ের উদ্দেশ্যে লিখেছিলেন, ” আজ থেকে ৩৪ বছর আগে মা আমাকে ছেড়ে চলে যান চিরতরে। তারপর থেকে শুধুমাত্র আমার কল্পনা এবং আমার হৃদয় জুড়ে রয়েছে মায়ের একটি চিত্র”।