অর্থনৈতিক সংকটের মুখে পাকিস্তান! দিন দিন শোচনীয় হচ্ছে পাসপোর্টের অবস্থা…

দিন দিন শোচনীয় হচ্ছে পাসপোর্টের অবস্থা

সাম্প্রতিককালে যতদিন যাচ্ছে পাকিস্তানের (Pakistan) অর্থনৈতিক অবস্থা তত তলানিতে গিয়ে ঠেকছে। ওই দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এতটাই আগুন, অন্য কোন জিনিসের কথা তো ভাবতেই পারছে না সেখানকার মানুষ। এরই মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সবার সামনে এলো, সম্প্রতি লন্ডনের Health and Partners সংস্থা পাসপোর্ট রেঙ্কিং প্রকাশের তালিকা বের করেছে।

Pakistan Condition

এর মধ্যে পাকিস্তানের র‍্যাংকিং অন্যান্য দেশের তুলনায় এতটাই পিছিয়ে পড়েছে, যা অর্থনৈতিক অবস্থার সাথে তাল মিলাচ্ছে। এই পাসপোর্ট (Passport) রেঙ্কিং (Ranking) রিপোর্ট এর তালিকায় ১৯৯ টি দেশের নাম রয়েছে। সবার প্রথমে জেনে নিন দেশ অনুযায়ী রেঙ্কিংয়ের স্থান সবার প্রথমে। শক্তিশালী পাসপোর্টের হিসেবে যে দেশ বিবেচিত হয়েছে সেটি হল জাপান (Japan)।

এরপরে রয়েছে সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়া এই দুটি দেশ, দ্বিতীয় স্থানে রয়েছে। এরপর তৃতীয় স্থানে রয়েছে জার্মানি (Germany) এবং স্পেন (Spain)। চতুর্থ স্থান দখল করে রয়েছে ফিনল্যান্ড (Finland), ইটালি এবং ইউরোপের একটি দেশ লুক্সেমবার্গ। পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ড এবং সুইডেনের মত দেশগুলি। ভারতের স্থান রয়েছে ৮৫ নম্বরে। ভারতের প্রতিবেশী দেশ ভুটান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের স্থান রয়েছে ৬৬, ১০০ এবং ১০১।

Passport

মায়ানমারের রেঙ্ক রয়েছে ৯৬। চীনের পাসপোর্টের রেংকিং রয়েছে ৬৬। নেপালের রয়েছে ১০৩ নম্বরে। তবে রেঙ্কিং সবার পিছনে পড়ে রয়েছে পাকিস্তান, তার রেঙ্ক রয়েছে ১০৬ নাম্বার। এর থেকে আরও পিছনে রয়েছে সিরিয়া ইরাক এবং আফগানিস্তান যাদের রেংকিং রয়েছে ১০৯ নম্বরে। উল্লেখ্য বিষয় জানিয়ে রাখি, পাকিস্তানের অর্থনৈতিক ভান্ডার আগামী দু সপ্তাহের মধ্যেই শেষ হতে চলেছে। বন্ধু দেশ চীনও মুখ ফিরিয়ে নিয়েছে তাদের থেকে।